ইরানের প্রেসিডেণ্ট মাহমুদ আহমেদিনেজাদ ২ জুন তেহরানে বলেছেন, মুসলমানের ঐক্য তাদের জয়ের মূর কারণ এবং তা স্বৈর ক্ষমতার অবসান ঘটাতে পারবে। ইসরাইলের বিপর্যয় হবে বলে তিনি আবারও ঘোষণা করেছেন।
ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমেইনির ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাহমুদ আহমেদিনেজাদ বলেন, যুক্তরাষ্ট্রের স্বৈর ক্ষমতার অবসান ঘটছে। ধনসম্পদ ও ক্ষমতার প্রতীকী রামরাজ্যের অবসানও ঘটবেই।
একই দিন আহমেদিনেজাদের উক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, মাহমুদ আহমেদিনেজাদ ইরানের জনগণের অনুভূতি, সদিচ্ছা এবং অবাধ, ন্যায্য ও গণতন্ত্রকে উপেক্ষা করা একজন নেতা। এমন একজনের নেতৃত্বাধীন ইরানের জন্য সুখকর নয়। তিনি আরও বলেছেন, মাহমুদ আহমেদি নেজাদের কর্মকান্ড তাকে নিসংগ করবে। যুক্তরাষ্ট্র তাঁর ওপরে আগ্রহ দেখাবে না।
|