৩ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিং-এ নিয়মিত এক প্রেস ব্রিফিং-এ জোর দিয়ে বলেছেন, চীন হচ্ছে জাতিসংঘের দৃঢ় সমর্থক ও অংশগ্রহণকারী এবং জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ ভুমিকাকে সমর্থন করবে ও নিজের অবদান রাখবে।
'চীন হচ্ছে জাতিসংঘের বাধা' এ উক্তিকে খন্ডন করার সময় তিনি বলেন, চীন হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্যের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে একটি। চীন সব সময় জাতিসংঘ সনদের লক্ষ্য ও মৌলিক নীতির প্রতি সম্মান ও তা রক্ষা করার পাশাপাশি গ্রহণযোগ্য আন্তর্জাতিক বিধি অনুযায়ী বৈদেশিক সম্পর্ক পরিচালনা করে। চীন সব সময় নিজের দায়িত্ব ও কর্তব্য পালন এবং সার্বিক ও ব্যাপকভাবে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয়।–খোং চিয়া চিয়া
|