|
 |
(GMT+08:00)
2008-06-03 19:06:53
|
 |
চীনের ভূমিকম্প কবলিত এলাকায় বিশ্ব সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রয়েছে
cri
সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ব সম্প্রদায় অব্যাহতভাবে চীনের সিচুয়ান ভূমিকম্প দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ করে যাচ্ছে। ২ জুন রাশিয়ার দুটি মালবাহী বিমান ৩০ টন ত্রাণ সামগ্রী নিয়ে সিচুয়ানে এসেছে। এছাড়া রাশিয়ার চেলিয়াবিনস্ক অঙ্গ রাজ্যের গর্ভনরের তথ্য অফিস একই দিন জানিয়েছে, কিছু দিন পর এই অঙ্গ রাজ্য সিচুয়ান ভূমিকম্প কবলিত এলাকা থেকে আসা ২০জন ছাত্র-ছাত্রীকে স্বাগত জানাবে । তারা ওখানে মানসিক চিকিত্সা নেবে।
জাপান সরকারের দেয়া প্রথম দফা ৪০০টি তাবু ২ জুন সন্ধ্যায় চেংতু পৌঁছেছে। এছাড়া, কিছু দিন পর বাকী ৮০০টি তাবু দুর্গত এলাকায় পৌঁছবে।
পাকিস্তানের কাশ্মিরের স্থানীয় সরকার ২ জুন দুর্গত এলাকার জন্য এক কোটি রুপি ও ১৫০০টি তাবু দান করেছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পাক উই ছুন ২ জুন বলেছেন, সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের পলিচালিত চীনের কমিউনিষ্ট পাটির নেতৃত্বে চীনা জনগণ অবশ্যই শীগরিই ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরন করতে পারবে এবং ত্রাণ কাজে সাফল্য লাভ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া, লাওস সরকার, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় , কার্তার সরকার, ইক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় , স্পেনের রেড ক্রস ও যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি সম্প্রতি চীনকে সাহায্য হিসেবে অর্থ ও তাবু সহ ত্রাণ সামগ্রী দান করেছে ।
|
|
|