মানিসক রোগ চিকিত্সার জন্য চীনের সিচুয়ান ভূমিকম্প কবলিত এলাকার ৮৯ জন ছাত্র-ছাত্রী ও ১৬জন শিক্ষক ২ জুন বিকালে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়ায় তাদের ১৫ দিনব্যাপী ভ্রমণ শুরু করছে।
হাইনান প্রদেশের প্রাকৃতিক দৃশ্য সুন্দর। রাশিয়ার বিস্ল্যান অপহরণ ঘটনায় আহত শিশুরাও ওখানে মানসিক রোগের চিকিত্সা নিয়েছিল। সিচুয়ান ভুমিকম্প দুর্গত এলাকার ছেলে-মেয়েরা যাতে তাড়াতাড়ি তাদের নেতিবাচক মানসিক আস্থা দূর করতে পারে সে জন্য হাইনান প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ এবারের এই কর্মসূচী চালু করেছে। তারা হাইনান প্রদেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করার পাশাপাশি মানসিক বিষয়ক বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করবে।
আরেকটি খবরে বলা হয়েছে, চীনের সিচুয়ান ভূমিকম্প কবলিত এলাকা থেকে আসা ২০জন ছাত্র-ছাত্রী ১৬ জন শিক্ষক রাশিয়ার ছেলিয়াবিনস্ক অঙ্গ রাজ্যে মানবিক চিকিত্সা নিতে যাবে । তারা সেখানে ঐতিহাসিক পুর্রাকীর্তি পরিদর্শন করবে ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে ।
২৩ মে, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে বৈঠক করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাশিয়া সরকারের পক্ষ থেকে চীনের ভূমিকম্প কবলিত এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে রাশিয়ায় ছুটি কাটাতে আমন্ত্রণ জানিয়েছেন ।
|