v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-03 18:45:40    
ভূমিকম্প দুর্গত অঞ্চলে অস্থায়ী বাড়ি নির্মাণের কাজ  পুরোদমে চলছে

cri
    চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানের ভয়াবহ ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এ ছাড়া দুর্গত অঞ্চলের অনেক মানুষ গৃহহীন হয়েছে । যদিও সরকার দুর্গতদের জন্য তাবু দিয়েছে এবং তাদের স্থানান্তরের ব্যবস্থানিয়েছে , তারপরও তাদের আবাসন ব্যবস্থাআশারুপ নয়। দুর্গতদের বাস্তব অসুবিধা বিবেচনা করে চীন সরকার আগামী তিন মাসের মধ্যে দুর্গতদের জন্য ১৫ লাখ অস্থায়ী বাড়ি নির্মানের আশ্বাস দিয়েছে। সারা দেশে অস্থায়ী বাড়ি তৈরীর কাজ পুরোদমে চলছে ।

    সরকারের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২ জুন পর্যন্ত ভূমিকম্প দুর্গত অঞ্চল থেকে মোট এক কোটি ৫০ লাখ মানুষ স্থানান্তর করা হয়েছে । দুর্গতদের আবাসন ব্যবস্থা উন্নত করার জন্য সরকার তাবু সরবরাহের পাশাপাশি কুয়াং তুং , হোপেই ও পেইচিংসহ ২১টি প্রদেশ ও কেন্দ্রশাসিত মহানগরকে তিন মাসের মধ্য সি ছুয়ান , কান সু ও সান সি প্রদেশের দুর্গত অঞ্চলের জন্য ১৫ লাখ সেট অস্থায়ী বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছে ।

    কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে অস্থায়ী বাড়ি নির্মাণকারী প্রদেশকে বাড়ি নির্মাণ করে দুর্গত অঞ্চলে পাঠাতে হবে এবং তা স্থাপন করতে হবে । এই সব অস্থায়ী বাড়িতে দুর্গতরা কমপক্ষে তিন বছর থাকতে পারবেন । এ সব বাড়িতে ভূমিকম্প , আগুন , বাতাস , বৃষ্টি ও শীত প্রতিরোধের ব্যবস্থা রয়েছে । সম্প্রতি চীনের আবাসন ও পূর্ত মন্ত্রণালয় অস্থায়ী বাড়ি নির্মাণের স্থান নির্বাচন , নির্মানের মানদন্ড ও ব্যবস্থা সম্পর্কিত একটি দলিল প্রকাশ করেছে ।

    কিছু দিন আগে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও হোপেই প্রদেশের লানফান শহরে একটি অস্থায়ী বাড়ি নির্মান কারখানা পরিদর্শন করেছেন। এই কারখানা ছয় হাজার সেট অস্থায়ী বাড়ি নির্মাণ ও তা স্থাপনের কাজ নিয়েছে । হু চিন থাও এ কারখানার শ্রমিকদের বলেন , বর্তমানে দুর্গতদের আবাসনের ব্যবস্থা নেয়া উদ্ধার ও ত্রাণ কাজের সবচেয়ে বড় কাজ । অস্থায়ী বাড়ির চাহিদা মেটানোর জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রদেশকে দুর্গত অঞ্চলে অস্থায়ী বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছে । যাতে দুর্গত অঞ্চলের অধিবাসীরা যততাড়াতাড়ী সম্ভব নিজের নতুন বাড়িতে প্রবেশ করতে পারেন ।

    দুর্গত অঞ্চলের অধিবাসীদের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণের কাজ যথাশীঘ্র সম্ভব সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রদেশ ও কেন্দ্রশাসিত মহানগর বাড়ি নির্মাণ , পরিবহন ও স্থাপনের কাজ সম্পন্নের জোর চেষ্টা চালাচ্ছে । সাংতুং প্রদেশের ইয়েন থাই শহরের একটি কারখানার শ্রমিকরা উদ্দীপনার সঙ্গে অতিরিক্ত সময় কাজ করছেন । এ কারখানার ওয়ার্কশপ প্রধান লি ছান চি সংবাদিককে জানান , শ্রমিকরা সোত্সাহে কাজ করছেন । সবাই দুর্গতদের জন্য কিছু কাজ করতে চান । তারা বলেন , আমরা প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছি , ক্লান্ত হলেও আমরা কষ্ট মনে করি না । কারণ দুর্গত অঞ্চলের অধিবাসী ও উদ্ধারকারীরা আমাদের চেয়ে দশগুন বেশি ক্লান্ত ও দুর্গত। দুর্গতদের জন্মভূমি পুনর্গঠনে কিছু কাজ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি ।

    কুয়াং তু প্রদেশ সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ও তে ইয়াংয়ের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণ করছে । এ প্রদেশের পূর্ত ব্যুরোর প্রধান ফান ছিং ফান আমাদের সংবাদদাতাকে বলেন , ভূমিকম্পে ওয়েন ছুয়ান ও তে ইয়ানের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি । আমরা সবচেয়ে দ্রুত গতিতে ভালো মানের অস্থায়ী বাড়ি নির্মাণ করবো।

    রাজধানী পেইচিংয়ের শ্রমিকরাও দুর্গত অঞ্চলের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণের কাজ করছেন । পেইচিংয়ের নির্মান করা অস্থায়ী বাড়িতে চিয়ান ইউয়ের৭০ হাজার ক্ষতিগ্রস্ত লোকজন থাকবেন । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ১ জুন পর্যন্ত ১১ হাজার সেট অস্থায়ী বাড়ি নির্মান করা হয়েছে , ৪৫ হাজার সেট বসানোর কাজ চলছে , আর ৮১ হাজার সেট অস্থায়ী বাড়ি পরিবহনরত রয়েছে । চীন সরকার জানিয়েছে , দুর্গতদের উত্পাদন ও জীবনধারার চাহিদা মেটানোর জন্য অস্থায়ী বাড়ি আরো সুবিধাজনক করার চেষ্টা করা হচ্ছে ।