.jpg)
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি ছাং ছুন ৩ জুন সকালে সিছুয়ান প্রদেশের দুচিয়াংইয়ানে গিয়ে এরওয়াং মন্দিরসহ নানা পুরার্কীতি উত্তরাধিকারের ক্ষয়ক্ষতির অবস্থা পরিদর্শন করেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের আদেশ অনুযায়ী, লি ছাং ছুন ১ জুন সিছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত ক্যাডার, জনসাধারণ ও উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করেন। তিনি সেখানে ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করেছেন।
গত কয়েক দিনে লি ছাংছুন পরপর মিয়ানইয়াং, পিংউ ও দেইয়াংসহ নানা দুর্গত অঞ্চলের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেছেন। তিনি বলেন, পার্টি ও সরকার অবশ্যই দুর্গত জনসাধারণের পুনর্বাসনে সাহায্য করবে।
লি ছাংছুন দুর্গত অঞ্চলে কর্মরত সংবাদদাতাদের সঙ্গেও দেখা করেন। তিনি আশা করেন, সাংবাদিকরা সময়োচিত, সঠিক ও খোলামেলা নীতি অনুসরণ করে ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের সার্বিক সাফল্যের জন্য আরো ব্যাপক অবদান রাখবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|