v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-02 19:29:23    
চীনে ভূমিকম্প দুর্গত অঞ্চলে পাঠানো আর্থিক সাহায্য ও ত্রাণসামগ্রী বন্টন তত্ত্বাবধানে জোরদার করা হচ্ছে

cri
     ১২ মে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর দেশ বিদেশের বিভিন্ন মহল দুর্গত অঞ্চলের জন্য আর্থিক সাহায্য হিসেবে বিপুল পরিমান নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে । পয়লা জুন বেলা বারোটা পর্যন্ত চীন দেশ বিদেশের বিভিন্ন মহলের কাছ থেকে মোট ৪১.৫ বিলিয়ন ইউয়ান মূল্যের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী পেয়েছে । এ সব নগদ টাকা ও সামগ্রী গ্রহণকারী চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও দাতব্য সংস্থাগুলো জানিয়েছে , তারা নিজ নিজ ওয়েবসাইটে প্রাপ্ত আর্থিক সাহায্যের সংখ্যা প্রকাশ করবে । হিসাব নিরীক্ষা বিভাগ এ সব অর্থ ও ত্রামগ্রী বন্টন নিয়ন্ত্রণ ও ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে নিরীক্ষা করবে ।

     ১ জুন চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ' ওয়েন ছুয়ান ভূমিকম্পে পাওয়া আর্থিক সাহায্য হিসেবে নগদ টাকা ও ত্রাণসামগ্রীর ব্যবহার ও নিয়ন্ত্রণের তথ্য প্রকাশ সম্পর্কিত দলিল প্রকাশ করেছে । দলিলে বলা হয়েছে , স্থানীয় সরকারের বেসামরিক প্রশাসন বিভাগ ও আর্থিক সাহায্যগ্রহণকারী সংস্থাকে নিজ নিজ সংস্থার আর্থিক সাহায্য হিসেবে প্রাপ্ত নগদ টাকা ও সামগ্রীর ব্যবহার সম্পর্কিত তথ্য ওয়েবসাইট , প্রেস ব্রিফিং , তথ্য মাধ্যম ও বিল বোর্ডে প্রকাশ করতে হবে এবং হিসাব নিরীক্ষা বিভাগ , তদারকী বিভাগ ও গণ মাধ্যমগুলোর নিরীক্ষা ও নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে ।

    চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের দুর্যোগ পরিত্রাণ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ফেন ছেন মিন বলেন , বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের গ্রহণ করা আর্থিক সাহায্য প্রধানত উদ্ধারকাজ , দুর্গতদের স্থানান্তর ও পুনর্বাসন এবং দুর্গতদের খাওয়া , পরা , আবাসন ও চিকিত্সা, ধ্বংস হওয়া বসতবাড়ি পুননির্মান ও দুর্গত অঞ্চলের গণকল্যাণ ব্যবস্থার নির্মাণ কাজে ব্যবহার করা হবে । তিনি আরো বলেছেন , যে সব সাহায্যকারী স্কুল নির্মানসহ নির্দিষ্ট ক্ষেত্রে অর্থ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন , বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় তাদের অনুরোধ অনুযায়ী আর্থিক সাহায্য ব্যবহার করা হবে । যে সব আর্থিক সাহায্য নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারের অনুরোধ জানানো হয় নি, সে সব আর্থিক সাহায্য দিয়ে দুর্গত অঞ্চলের চাহিদা অনুসারে তাবু , অস্থায়ী বসতবাড়ি , লেপতোষক , খাবার , পানীয় জল ও অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনা হবে । দুর্গত অঞ্চলের পুননির্মানের পরিকল্পনা প্রণয়নের পর দেশ বিদেশের আর্থিক সাহায্য দুর্গত অঞ্চলের পুননির্মানে ব্যবহার করা হবে ।

    ১ জুন পর্যন্ত চীনের রেডক্রস সোসাইটি মোট ১০ বিলিয়ন ইউয়ান আর্থিক সাহায্য পেয়েছে । চীনের রেডক্রস সোসাইটির স্থায়ী ভাইস চেয়ারম্যান মাদাম চিয়াং ই মান ১ জুন পেইচিংয়ে সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন , এবার রেডক্রস সোসাইটি বিপুল পরিমান আর্থিক সাহায্য পেয়েছে। সোসাইটি আর্থিক সাহায্যের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান জোরদার করার ব্যবস্থাও নিচ্ছে , পাশাপাশি আর্থিক সাহায্য বন্টন ও ব্যবহার সম্পর্কে সরকারের হিসাব নিরীক্ষা বিভাগের তত্ত্বাবধান অনুযায়ী চলবে। জাতীয় নিরীক্ষা বিভাগের কর্মকর্তারা ১৪ই মে চীনের রেডক্রস সোসাইটিতে হিসাব নিরীক্ষার কাজ শুরু করেছেন । নিরীক্ষার ফলাফল প্রতি মাসে প্রকাশ করা হবে ।

    বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়েওচীনের জাতীয় হিসাব নিরীক্ষা বিভাগের কর্মকর্তারা নিরীক্ষার কাজ শুরু করেছেন । জাতীয় হিসাব নিরীক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ওয়াং চুং সিন বলেন , আমাদের নিরীক্ষার প্রধান কাজ হলো আর্থিক সাহায্য ও ত্রানসামগ্রী নিয়ন্ত্রণ ও ব্যবহারকারী বিভাগগুলোতে নগদ টাকা ও সামগ্রী বন্টনের নিয়মকানুন প্রতিষ্ঠা করা , যাতে অর্থ ও সামগ্রী দুর্গতদের হাতে পৌছাতে পারে ।

    দুর্গত অঞ্চলের প্রতি সমাজের বিভিন্ন মহলের আর্থিক সাহায্য এখনও অব্যাহত রয়েছে । ওয়াং চুন সিং বলেন , ২০ জুন নিরিক্ষা প্রশাসন তাদের নিরীক্ষার ফল জানাবে । এর পর নিয়মিতভাবে প্রতিমাসে নিরীক্ষার রির্পোট প্রকাশ করবে , যাতে আর্থিক সাহায্য ও ত্রাণসামগ্রীর বন্টনে সমাজের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান বজায় থাকে।