চীনের রাষ্ট্রীয় পরিষদের ত্রাণ পরিচালনা বিভাগের অবকাঠামো শাখা, চীনের জাতীয় খনিসম্পদ ব্যুরোর মহাপরিচালক চাং কুও পাও ২ জুন সি ছুয়ান প্রদেশের ছেং তুতে বলেছেন, সি ছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলে বিদুত্ সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত হয়েছে।
সংবদাদাতাকে দেয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেন, গ্রীষ্মকালে বিদুতের চাহিদার বেড়ে গেলেও সি ছুয়ান প্রদেশের ভূমিকম্প অঞ্চলে বিদুত সরবরাহ সুনিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সি ছুয়ান প্রদেশে ভূমিকম্প অঞ্চলে কয়লা, বিদুত ও তেলের চাহিদা পুরণের জন্য রাষ্ট্রীয় পরিষদের একটি সম্মেলনে বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বর্তমানে চীনের তেল ও গ্যাস কোম্পানি সি ছুয়ান প্রদেশের ভূমিকম্প অঞ্চলে তেল সরবরাহ করছে। তাছাড়া, সি ছুয়ান প্রদেশের অধিকাংশ কয়লা কারখানায় উত্পাদন আবার শুরু হয়েছে। স্থানীয় বিদুত কোম্পানির বিদুত্ ও কয়লার মজুদ বেড়ে যাচ্ছে।
(ওয়াং তান হোং)
|