চীনের এবানের ভয়াবহ ভূমিকম্পে সিচুয়ানের একটি পরিসংখ্যানে জানা গেছে। ২০ হাজারেরও বেশী শিল্প-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ ৬৭ বিলিয়ন রেন মিন পি।
বতর্মানে অনেক শিল্প-প্রতিষ্ঠান তাদের উত্পাদন পুনরায় শুরু করছে। ২৭ মে পযর্ন্ত সিচুয়ানের শেয়ার বাজারে শিল্প-প্রতিষ্ঠানের লেদেন আবার শুরু হয়েছে। ধারাবাহিক কম্পন ঘটানোর মধ্যে অবস্থায় কারখানাগুলোর ভবন ও সরঞ্জাম এবং স্থাপনার মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ভূমিকম্পে ডংফাং বৈদ্যুতিক ভেন্দ্রের উত্পাদন ও সার্বিকভাবে শুরু হয়েছে।ভূমিকম্পের পর দেশের বেশ কয়েকটি বিদ্যুত উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান এই কেন্দ্রের সঙ্গে ৬০০ কোটি ইউয়ানের আদেশ আদেশ পত্রে স্বাক্ষর করেছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় , কর প্রশাসন দফতর দুর্যোগোত্তর পুনর্গঠন কাজ সম্পর্কিত বিজ্ঞপ্তি নিষ্ঠার সঙ্গে কার্যকর করছে । দুর্গত এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য শিল্প ও বাণিজ্য প্রশাসন দফতর দুর্গত এলাকায় স্বাভাবিক উত্পাদন আবার ফিরিয়ে আনা ও বাজার সরগরম করার জন্য ১২টি কার্যকর পদক্ষেপ নিয়েছে।
|