৩১ মে চীনের জলসেচ মন্ত্রণালয়ের ভূমিকম্প ত্রাণ পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, ভয়াবহ ভূমিকম্পের কারণে চীনের গ্রামাঞ্চলে ৯৫ লাখ ৫০ হাজার মানুষের পানীয় জলের সমস্যা সৃষ্টি হয়। এখন এ সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। সিচুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পের পর দুর্গত এলাকায় গ্রামাঞ্চলের পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার জন্য চীনের জলসেচ মন্ত্রণালয়ের ভূমিকম্প ত্রাণ পরিচালনা বিভাগের নেতৃত্বে সবার আগে পানি সরবরাহ স্থাপনা মেরামত , অস্থায়ী পানি সরবরাহের স্থাপনা নির্মান এবং পানি বিশুদ্ধ করণের ব্যবস্থা নেয়া হয়েছে ।
দুর্গতদের জন্য নির্মিত বসতি এলাকায় পানি সরবরাহ সমস্যা সমাধানের জন্য জলসেচ মন্ত্রণালয়ের ভূমিকম্প ত্রাণ পরিচালনা বিভাগ ক্ষতিগ্রস্ত পানি বিশুদ্ধ করণ কারখানা, পানি সরবরাহের পাইপ লাইন ও স্থাপনা মেরামত করার পদক্ষেপ নেবে।
|