১ জুন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন পেইচিং-এ আশা প্রকাশ করে বলেছেন, চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন ভিয়েতনামের 'মাত চ্রান তো কুওক ভিয়েতনাম'এর সঙ্গে বিনিময় কর্মসূচী জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দু'দেশের সুসম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য নতুন করে অবদান রাখবে।
ভিয়েতনামের সফররত কমিউনিস্ট পার্টি'র সাধারণ সম্পাদক নুং দুক মানের সঙ্গে সাক্ষাত্কালে চিয়া ছিং লিন বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট হু চিন থাও নুং দুক মানের সঙ্গে চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে মতৈক্যে পৌঁছেছেন। তা চীন-ভিয়েতনামের ঐতিহ্যবাহী মৈত্রী উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশের প্রতীক। চীন সতর্কতার সঙ্গে এই মতৈক্য বাস্তবায়ন করতে চায়। যাতে দু'পার্টি ও দু'দেশের সম্পর্কের নতুন পরিবেশের মধ্য দিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করা যায়।
এছাড়া, চিয়া ছিংলিন সিছুয়ানের ভূমিকম্প দুর্গত অঞ্চলের বর্তমান পরিস্থিতি, চীনের ত্রাণ ও উদ্ধার কাজ এবং পুনর্গঠনের বিষয়ে ব্যাখ্যা করেন। তিনি ভিয়েতনামের সমবেদনা ও সমর্থনের জন্য ধন্যাদ জানান।
নুং দুক মান বলেন, 'মাত চ্রান তো কুওক ভিয়েতনাম' চীনের জাতীয় গণ--রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে বলে তিনি তা সমর্থন করেন এবং ভিয়েতনাম-চীন মৈত্রীর জন্য নতুন চেষ্টা চালাবেন।--খোং
|