চীনের গণ মুক্তি ফৌজের উপ জেনারেল স্টাফ প্রধান মা শিও তিয়েন ৩১ মে সিংগাপুরে বলেছেন, চীন শান্তিপূর্ণ উন্নয়ন পথে অবিচল থেকে আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি অনুসরণ করবে। এশিয়ার সপ্তম নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে তিনি বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়ন পথে অবিচল থেকে আগের মত ভবিষ্যতেও আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি অনুসরণ করবে । যুগের উন্নয়নের ধারা ও নিজের মৌলিক স্বার্থ বিবেচনা করে চীন সরকার ও চীনা জনগণ এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি এটা হল বিশ্ব সম্প্রদায়ের প্রতি চীনের আন্তরিক অঙ্গীকার ।
তিনি আরও বলেন, পরস্পরকে সম্মান করা, সমতা ও পারস্পরিক কল্যাণ ও পরামর্শ এবং সহাবস্থানের ভিত্তিতে চীনের সেনাবাহিনী এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক বিনিময় আরও জোরদার করতে, বাস্তব সহযোগিতাকে গভীরে নিয়ে যেতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অভিন্নভাবে রক্ষা করতে ইচ্ছুক ।
সম্মেলনে অংশ গ্রহণকারী জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সিগেরু ইসিবা বলেন, রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে চীনের ভূমিকা আগের চাইতে আরও গুরুত্বপূর্ণ হয়েছে । তিনি জোর দিয়ে বলেন, চীনকে হুমকি হিসেবে দেখার বিরোধীতা করে জাপান।
আরেকটি খরবে জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস বলেছেন, যুক্তরাষ্ট্র এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা চালাতে প্রস্তুত।
|