৩০ মে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও এবং সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি'র সাধারণ সম্পাদক নুং দুক মানের মধ্যে বৈঠক হয়েছে।
চীনের একীকরণে চীনকে দৃঢ় সমর্থন জানানো এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করা এবং সিছুয়ান ভূমিকম্পে দেয়া সাহায্যের জন্য হু চিন থাও ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি, সরকার ও সেদেশের জনগণের প্রতি চীনের কৃতজ্ঞতা জানিয়েছেন।
হু চিন থাও বলেন, দু'পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রেখে সংস্কৃতি,শিক্ষা,বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি ও যুবকদের মধ্যে সহযোগিতা ও মতবিনিময় জোরদার করা উচতি। দ্বিপাক্ষিক সম্পর্কিত সমস্যাগুলোর সঠিক মোকাবিলা করে দু'পক্ষের আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপার আলোচনা জোরদার করে বিশ্বের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করা উচিত।
নুং দুক মান ভিয়েতনামের পক্ষ থেকে চীনের সিছুয়ান ভূমিকম্পে হতাহতদের প্রতি সমাবেদনা জানান। তিনি ভিয়েতনামের প্রতিনিধি হিসেবে পুনরায় ২ লাখ মার্কিন ডলার মূল্যের ওশুধপদ্রসহ ত্রাণ সামগ্রী চীনের কাছে হস্তান্তর করেন। স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করে যাবার বিষয়ে ভিয়েতনামের অবস্থানের কথা নুং দুক মান আবারও ঘোষণা করেন এবং অলিম্পিক ২০০৮ সাফল্যের সঙ্গে আয়োজিত হবে বলে তিনি কামনা করেন।
তিনি আরো বলেন, ভিয়েতনাম চীনের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে দু'পক্ষের অর্জিত ঐকমত্য বাস্তবায়ন করবে এবং চীনের মূলঠন ভিয়েতনামে বিনিয়োগের জন্য স্বাগত জানাবে। তিনি আশা করেন দু'পক্ষ আরো প্রচেষ্টার মাধ্যমে এ বছরের মধ্যে দু'দেশের সীমান্ত অঞ্চল নির্ধারণের কাজ শেষ করবে এবং সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে। (ইয়াং ওয়েই মিং)
|