ভয়াবহ ভূমিকম্প হওয়ার পর সিছুয়ান দুর্গত এলাকা সরকার , ব্যক্তিএবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিপুল পরিমাণে ত্রাণসামগ্রী ও অর্থ পেয়েছে । এ সব ত্রাণ সামগ্রী ও অর্থ যাতে সুষ্ঠু ও যুক্তিযুক্তভাবে ব্যবহার হয় এবং শৃংখলাহানি ও বেআইনী কোনো ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য সিছুয়ান প্রদেশ এর ওপর তত্ত্বাবধানের কাজ জোরদার করছে ।
এক পরিসংখ্যানে জানা গেছে , ২৯ মে পর্যন্ত সিছুয়ান প্রদেশ ত্রাণ কাজে ব্যবহারের জন্য ৬০০ কোটি ইউয়ান বিশেষ অর্থ এবং বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী পেয়েছে । চীনের কমিউনিষ্ট পার্টির সিছুয়ান প্রাদেশিক কমিটির শৃংখলা পরিদর্শন কমিশনের উপসম্পাদক রেন চুননিয়েন বলেন , শৃংখলাহানির কোনোঘটনা যাতে না ঘটে তার জন্য সিছুয়ান প্রদেশে যে বিভাগগুলো ত্রাণ সামগ্রী ও অর্থ গ্রহণ এবং বিতরণের দায়িত্ব পালন করছে এবং যে দুর্গত এলাকা সবচেয়ে বেশি ত্রাণ সামগ্রী ও অর্থ পেয়েছে সে সব বিভাগ ও এলাকার ত্রাণ সামগ্রী ও অর্থ গ্রহণ ও বিতরণের প্রক্রিয়ারওপর তত্ত্বাবধানের কাজ জোরদার করা হচ্ছে । তিনি বলেন , সিছুয়ান প্রাদেশিক কমিটি , তত্ত্বাবধান কার্যালয়১১টি প্রধান বিভাগ, ৬টি গুরুতর দুর্গত এলাকায় ১৭টি তদারকী দল পাঠিয়েছে । তারা ত্রাণ সামগ্রী ও অর্থের গ্রহণ ও বিতরণের গোটা প্রক্রিয়ার ওপর তত্ত্বাবধান করেছে ।
এর পাশাপাশি ভূমিকম্প উদ্ধার ও ত্রাণকাজ চলাকালে জনসাধারণ যে সব অভিযোগ করেছেন সিছুয়ান প্রদেশের শৃংখলা পরিদর্শন বিভাগ সেই সব অভিযোগ গ্রহণ করার কাজ জোরদার করেছে । পার্টির প্রাদেশিক কমিটির উপ সম্পাদক রেন চুননিয়েন বলেন , উদ্ধার ও ত্রাণ প্রক্রিয়ায় যে শৃংখলা লংঘণকারী ঘটনা ঘটেছে সিছুয়ান প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই তা তদন্ত করে বিচার করবে এবং তদন্তের ফলাফল সময়মত প্রকাশ করবে । তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন , স্থানীয়কর্মচারীরা ত্রাণ সামগ্রী ও অর্থ আত্মসাত করলে সংশ্লিষ্ট বিভাগ কঠোরভাবে তা তদন্ত করবে এবং শাস্তি দেবে । এ সম্পর্কে তিনি বলেন, পার্টির ও সরকারের কোনো ক্যাডারের ক্ষমতা ব্যবহার করে দুর্গত জনসাধারণের তাঁবু নিজের আত্মীয় পরিজনকে ব্যবহার করতে দেওয়ার ঘটনা ধরা পড়লে আবিস্কার করা হলে আমরা দ্বিধাহীনভাবেতাকে শাস্তি দেব ।
দুর্গত এলাকার ত্রাণ সামগ্রী ও অর্থ সম্পর্কে নিরীক্ষার কাজ করার জন্য সিছুয়ান প্রদেশ ছাড়া চীনের জাতীয় নিরীক্ষা কার্যালয়ও সিছুয়ান প্রদেশের দুর্গত এলাকায় লোক পাঠিয়েছে। ত্রাণ সামগ্রী ও অর্থগ্রহন , সংরক্ষণ, বিতরণ এবং ব্যবহারসহ গোটা প্রক্রিয়া এবারের নিরীক্ষার কাজে অন্তর্ভুক্ত ।
দুর্গত এলাকায় সি আর আইয়ের প্রতিনিধি লক্ষ্য করেছেন, সেখানে ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে । প্রতিটি দুর্গত লোক প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন । বিতরণ প্রক্রিয়ার ওপর বিশেষ দায়িত্বশীল ব্যক্তি তত্ত্বাবধান করেন এবং প্রতিটি সামগ্রী ও অর্থের ব্যবহার বিস্তারিতভাবে নথিবদ্ধ করে রাখেন।
জানা গেছে , সিছুয়ানের প্রতিটি দুর্গত জেলা ও শহর ত্রাণ সামগ্রী ও অর্থের ব্যবহার সম্পর্কে কঠোরনিয়মবিধি হাতে নিয়েছে । পেইছুয়ান জেলার উদ্ধার ও ত্রান সম্মুখফ্রন্টের সদরদপ্তরের সামগ্রী দলের নেতা চৌ মিং জানান , আমাদের দলের ওপর তত্ত্বাবধান জোরদার করার জন্য আমরা পেইছুয়ান জেলার গণ কংগ্রেসের ভাইস চেয়ারম্যানকে এবং একজন স্বেচ্ছাসেবককে আমাদের দলে ভর্তি করিয়েছি । তাদের তত্ত্বাবধানে আমাদের ত্রাণসামগ্রী বিতরণের কাজ চলছে ।
সিছুয়ান প্রদেশের কর্মকর্তারা বলেন, অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী ও অর্থের ব্যবহার তত্ত্বাবধানকরার জন্য স্থানীয় শিল্প ও বাণিজ্য , নিরীক্ষা, দ্রব্য মূল্য, গুণগতমান পরীক্ষা ও পুলিশসহ নানা বিভাগ যৌথভাবে ব্যবস্থা নেবে । যারা বেআইনিভাবে ত্রাণ সামগ্রী ভাগ করে বা বিক্রি করে অথবা গুপ্ত ভান্ডারে মজুদ করে উচ্চমূল্যে বিক্রি করবে তাদেরকে সেই সব অবৈধ আচরনের ওপর কঠোরভাবে শাস্তি দেয়া হবে ।---চুং শাওলি
|