জাতিসংঘ শান্তি রক্ষ অভিযানের ৬০তম বার্ষিকী এবং আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস উপলক্ষে ৩০ মে থাইল্যান্ডের রাজধানি ব্যাংককে এস্কাপ এক স্মরণসভা আয়োজন করেছে।
এদিনের অনুষ্ঠানে এস্কাপের কার্যনির্বাহী সচিব শিগেরু মোছিদা নিহত জাতিসংঘ শান্তি রক্ষী কর্মীদের উদ্দেশে পুষ্প স্তবক অর্পণ করেন। এক ভাষণে তিনি বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার হচ্ছে জাতিসংঘের কর্মকান্ডের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি না থাকলে উন্নয়ন হবে না, শান্তি না থাকলে মানবাধিকারও সংকটে পড়বে। যা বিশেষ করে শান্তি ফ্রন্টে সেবাদানকারী সৈন্য এবং বেসামরিক কর্মকর্তাদের স্মরণে জাতিসংঘের সদস্য দেশ ও সংস্থা এবং বেসরকারী সংস্থাগুলো এবারের স্মরণসভা আয়োজন করে। --ওয়াং হাইমান
|