৩০ মে দুপুরে জাতিসংঘ শিশু তহবিলের দেয়া চিকিত্সা সামগ্রী ছেংতুতে পৌঁছেছে। চীনে জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি ও জাতিসংঘ চীনের দুর্যোগ অবস্থা পরিচালনা কার্য গ্রুপের চেয়ারম্যান ইন ইন নিয়েন সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১ জুন আসন্ন শিশু দিবস উপলক্ষে তিনি দুর্গত অঞ্চলের শিশুদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি চীনের সকল শিশু, বিশেষ করে সিছুয়ানের দুর্গত অঞ্চলের শিশুদের ১ জুনের শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেন, দুর্গত অঞ্চলের শিশুরা শিগগির স্বাভাবিক জীবন ফিরে আসবে এবং উজ্জ্বল ভবিষ্যত রচনা করবে।
জাতিসংঘ শিশু তহবিল ৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের সামগ্রী দিয়েছে। এর মধ্যে প্রধানত রয়েছে চিকিত্সা সাজসরঞ্জাম। এ সব সাজসরঞ্জাম দিয়ে ১০ লাখ মানুষের তিন মাসের মৌলিক চিকিত্সার চাহিদা মিটবে। এ সামগ্রী ওয়েনছুয়ান ও পেইছুয়ানসহ ১৩টি গুরুতর দুর্যোগ কবলিত এলাকায় পাঠানো হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|