অর্থনৈতিক ও সহযোগিতা সংস্থা ওইসিডি এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ২৯ মে প্যারিসে সর্বশেষ 'কৃষি পূর্বাভাস রিপোর্ট ২০০৮-২০১৭' প্রকাশ করেছে। রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, বর্তমানে বিশ্বে কৃষিজাত দ্রব্য দাম কিছুটা কমলেও পরবর্তী দশ বছরে আর আগের নিম্ন দামে ফিরে আসবে না।
রিপোর্টে বলা হয়েছে, কিছু কিছু খাদ্য উত্পাদনকারী প্রধান দেশ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে এবং বিশ্বে অপর্যাপ্ত খাদ্য মজুদের কারণে গত দু'বছর কৃষিজাত দ্রব্যের দাম বিপুল মাত্রায় বেড়ে যায়। পরবর্তী দশ বছরে তেলের উচ্চ মূল্য, খাদ্যাভ্যাসে পরিবর্তন, শহরায়ণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনসংখ্যার বৃদ্ধিসহ নানা কারণে কৃষিজাত দ্রব্যের দাম অপেক্ষাকৃত উচ্চ মূল্য বজায় থাকবে। রিপোর্টে আরো বলা হয়েছে, পরবর্তী দশ বছরে জৈব জ্বালানির চাহিদা নিরন্তর বৃদ্ধি খাদ্যশস্যের দাম বাড়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াবে।
ওইসিডির মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়া বিভিন্ন দেশকে রক্ষণশীল নীতি বাদ দিয়ে কৃষিজাত দ্রব্য বাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|