চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৯ মে সি ছুয়ানের দুর্গত অঞ্চলেবলেন, ভূমিকম্প দুর্যোগোত্তর পুনর্গঠনে সারা চীন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
এ দিন তিনি সি ছুয়ান প্রদেশের ভূমিকম্প অঞ্চলে গিয়ে জনগণের প্রতি সমাবেদনা জানান এবং ত্রান কাজ পরিচালনা করেন। দুর্গতদেরকে সুষ্ঠুভাবে স্থানান্তর, বিশেষ করে আশ্রয়হীন মানুষের আবাসন সমস্যা সমাধানের জন্য স্থানীয় কর্মকর্তাদের প্রতি তিনি অনুরোধ জানান। তিনি বলেন, উদ্ধার ও ত্রান কাজ পরিচালনার পাশাপাশি সকল শক্তির সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আবার উত্পাদন শুরু করতে হবে।
কিছু সংখ্যালঘু জাতির বাসস্থান এবারের ভূমিকম্পে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে চিয়া ছিং লিন বলেন, এ অঞ্চলগুলোর পুনর্গঠনকালে সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে। বৈশিষ্ট্যপূর্ণ স্থাপত্য ও সংস্কৃতি রক্ষা করতে হবে। (ওয়াং তান হোং)
|