ইরাক সংক্রান্ত দ্বিতীয় "আন্তর্জাতিক চুক্তি" সম্মেলন ২৯ মে সুইডেনের রাজধানী স্টকহোমে শেষ হয়েছে। এ সম্মেলনে গৃহীত "স্টকহোম ঘোষণায়" ইরাক সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে নির্ধারিত ইরাক পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অব্যাহত সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ঘোষণায় সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সহিংসতা দমনসহ বিভিন্ন ক্ষেত্রে ইরাক সরকারের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। ইরাকের যুদ্ধাত্তোর পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য অব্যাহত থাকবে বলে ঘোষণায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সম্মেলনে অংশগ্রহনকারী চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ চিয়েই বলেন, ইরাকের পুনর্গঠনে চীনের সক্রিয় সাহায্য অব্যাহত থাকবে। চীন ইরাকের ঋণ মওকুফ করে দেবে।
ইইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ স্লোভেনিয়া ২৯ মে ইইউ'র পক্ষ থেকে এক বিবৃতিতে ইরাকের রাজনীতি ও অর্থনীতির পুনর্গঠনে অব্যাহতভাবে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে।
এক দিনের এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্দেলিত্সা রাইস এবং ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিসহ মোট ৮৩টি দেশ ও ১২টি আন্তর্জাতিক সংস্থা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ওয়াং তান হোং)
|