v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-30 13:25:19    
হংকং ইতিবাচকভাবে অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছে

cri

এছাড়া নিজের জন্মস্থানে অনুষ্ঠিত প্রতিবন্ধী অলিম্পিক গেমসে চ্যাম্পিয়নশীপ লাভ করা হয় হংকংয়ের প্রতিবন্ধী ক্রীড়াবিদ ইয়ে শাওখাংয়ের স্বপ্ন। এখন পর্যন্ত তিনি প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮'র ঘোড়সওয়ার প্রতিযোগিতার যোগ্যতা লাভ করার এক মাত্র হংকংয়ের ক্রীড়াবিদ। ইয়ে শাওখাং এখন ইতিবাচকভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি সপ্তাহের পাঁচ দিনের মধ্যে তিনি অনুশীলন করেন। প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮'এ তিনি হংকংয়ের পক্ষ থেকে ঘোড়সওয়ার প্রতিযোগিতার ড্রেসেজ কোম্পেটিশনে (dressage competition) অংশ নেবেন। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ৫)

'এক শহরে অলিম্পিক গেমস আয়োজনের অনেক তাত্পর্য রয়েছে। হংকংয়ে অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের ঘোড়সাওয়ার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঘোড়সাওয়ার হংকংয়ে আরো জনপ্রিয় হবে ও সম্পর্কিত স্থাপনা উন্নয়ন করা যাবে। আমি একজন অংশগ্রহণকারী হিসেবে এর জন্য অনেক আনন্দিত।'

পেইচিং অলিম্পিক গেমসের মশাল ২ মে হংকংয়ে হস্তান্তর হয়েছে। তখন অলিম্পিক মশাল হংকং সংস্কৃতি কেন্দ্র থেকে যাত্রা শুরু করে বিখ্যাত্ দর্শনীয় স্থান এবং সাংস্কৃতিক স্থাপত্যের এলাকা অতিক্রম করে গোল্ডন বাউহিনিয়া মহা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মশাল ৪০.৮২ কিলোমিটার পথ পাড়ি দেয়। মোট ১২০জন বশাল বাহক হংকংয়ে অলিম্পিক মশাল হস্তান্তরে অংশ নেন এবং কয়েক লাখ নাগরিক ও পর্যটক পরিদর্শন করেন।

হংকংয়ের অলিম্পিক কমিটির চেয়ারম্যান হুও চেনথিং হংকং চীনে অলিম্পিক মশাল হস্তান্তরের প্রথম ধাপ হওয়ার জন্য অনেক গর্ব অনুভব করেন। তিনি বলেন, এটি হল সকল হংকংয়ের নাগরিকের মর্যাদা। তিনি আরো বলেন,

(রে ৬)

'এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল হংকংয়ের নাগরিক অলিম্পিক গেমস সমর্থনে অংশ নেয়া। আমি মনে করি, যদিও মশাল বাহকের সংখ্যা সীমিত, তবুও আমি আশা করি, মশাল হস্তান্তরের মাধ্যমে সবাই নাগরিক অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজে অংশ নেবেন।'

(রে ৭, গান 'We Are Ready')

হংকং প্রতিশ্রুতি দিয়েছে, নাগরিকরা যৌথভাবে সারা বিশ্বের কাছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অলিম্পিক গেমস আয়োজন করার চেষ্টা করেন।

২৯তম অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির হংকং ঘোড়সাওয়ার কমিটির চেয়ারম্যান থাং চিংনিয়ান বলেন,

(রে ৮)

'আমি বিশ্বাস করি, বিভিন্ন দেশের ক্রীড়াবিদ অংশগ্রহণ, সারা বিশ্ব ক্রীড়াপ্রেমীর সমর্থন ও সারা চীনের নাগরিকদের যৌথ প্রচেষ্টায় আমরা একবার উত্কৃষ্ট অলিম্পিক গেমস আয়োজন করবো।'

হংকংয়ের অলিম্পিক কমিটির চেয়ারম্যান হুও চেনথিং বলেন,

(রে ৯)

'আমি হংকংয়ের সকল ক্রীড়াবিদ ও অন্যান্য কর্মকর্তার পক্ষ থেকে জানাই আমরা প্রস্তুতি নিয়েছি।'


1 2 3