২৮ মে দুপুরে নাইরোবির মেঘলা আকাশ ছিলো। এই বিষন্ন আবহাওয়ায় জাতিসংঘের নাইরোবি সদর দফতরে শোক সভা উপলক্ষে চীনের জাতায় পতাকা ও জাতিসংঘের পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতিসংঘ কর্মকর্তা, নাইরোবিতে অবস্থানরত কূটনীতিক ও কেনিয়ার বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৩০০ লোক সাদা গোলাপ ফুল হাতে নীরবে শোক সভায় অংশ নেন। নাইরোবিতে পেইচিং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের রচিত গান গেয়ে চীনে ভূমিকম্পে নিহতদের প্রতি তাদের শোক প্রকাশ করে।
জাতিসংঘের মানব বসতি কর্মসূচী হ্যাবিটেটের উপ মহাপরিচালক মাদাম ইংগা ক্লেভবি চীনের ভূমিকম্পে নিহতদের শোকে যখন নীরবতা পালনের আহ্বান জানান, তখনই গান থেমে যায়। উপস্থিত সবাই তাঁদের মাথা নত করে নীরবতা পালনের মধ্য দিয়ে শোক প্রকাশ করেন।
নীরবতা পালনের পর জাতিসংঘের নাইরোবি সদর দফতরের পক্ষ থেকে মাদাম ইংগা ক্লেভবি তাঁর ভাষণে বলেন, "এ মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। কারণ ভূমিকম্পে নিহতদের প্রতি আমার তীব্র শোক বা গভীর দুঃখের কোনোটাই ভাষায় প্রকাশ সম্ভব নয়। তাঁদের জন্য আমরা শুধু প্রার্থনা করতে পারি এবং স্মরণ করতে পারি।
মাদাম ইংগা ক্লেভবি বলেন, চীনের ওয়েন ছুয়ান ভূমিকম্পের পর জাতিসংঘ দ্রুত জরুরি ত্রান সাহায্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে। ভূমিকম্পের ত্রাণ ও পুনর্বাসনের জন্য জাতিসংঘ অব্যাহতভাবে দীর্ঘমেয়াদী সাহায্য করবে। কেনিয়ায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সিয়ে বিং তাঁর ভাষণে বলেন, "কেনিয়ায় চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি জাতিসংঘের নাইরোবি সদর দফতর, হ্যাবিটেট ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা ইউ.এন.ই.পির উপস্থিতকর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। চীনের ভূমিকম্পের এলাকায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণসাহায্যের জন্য চীন কৃতজ্ঞ। চীন সরকার ও জনগণ এ আকস্মিক বিপর্যয় কাটিয়ে উঠে পুনর্গঠন করতে সক্ষম হবে বলে আমাদের আস্থা রয়েছে। সাফল্যের সঙ্গে অলিম্পিক গেমস আয়োজনের জন্যও আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি।
কেনিয়ায় এশিয়ার বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, জাতিসংঘের নাইরোবি সদর দফতর, হাবিটাট ও ইউ.এন.ই.পি ও নানা মহলের প্রতিনিধিরাও এ শোকসভায় ভাষণ দিয়েছেন। তাদের ভাষণে চীনের ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি ভূমিকম্পে চীন সরকারের উদ্ধার ও ত্রাণ কাজে তাঁদের আস্থা ও সদিচ্ছা ফুটে উঠেছে।
শোক সভার পর নাইরোবিতে পেইচিং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবার গান গাইতে শুরু করে। এ বৈশিস্ট্যপূর্ণ সংগীতে ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতদের জন্য পুষ্পার্ঘ্য দেওয়ার আবেদন এবং সকল বাতি জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
|