v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-02 18:00:41    
পেইচিং অপেরা থিয়েন চিনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে প্রবেশ করে

cri
    পেইচিং অপেরা হচ্ছে চীনের ঐতিহ্যিক সংস্কৃতির অন্যতম ঐশ্বর্য। সাংস্কৃতিক ঐতিহ্যের এ সাফল্য ধরে রাখার পারার জন্য চলতি বছরের ফেব্রুয়ারী মাসে চীনের শিক্ষা মন্ত্রণালয় পেইচিং অপেরার ১৫টি অধ্যায় মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সংগীত ক্লাসে পড়ানো হবে। এরপর পেইচিং, থিয়েন চিন ও চিয়াং সুসহ চীনের দশটি প্রদেশ ও কেন্দ্রশাসিত নগর যার যার ২০টি মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বাছাই করে পেইচিং অপেরা কোর্স চালু হয়েছে। এসব মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা পেইচিং অপেরার চর্চা শুরু করেছে। আজকের অনুষ্ঠানে আমি উত্তর চীনের থিয়েন চিন নগরের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পেইচিং অপেরা থেকে শিক্ষা গ্রহণ সম্পর্কে পরিস্থিতি ব্যাখ্যা করবো।(১)

    এটি থিয়েন চিন নগরের হোসি এলাকার সিয়াং চিয়াং তাও প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণীর একটি পেইচিং অপেরার কোর্স। কোর্সে রেকর্ডারে পেইচিং অপেরার সংগীতের তালে তালে ছাত্রী পাং সিয়াও থুং শিক্ষকের পরিচালনায় "হোং নিয়াং" শিখছে। সে আমাদের সংবাদদাতাকে বলেছে, দু'বছর ধরে সে পেইচিং অপেরা শিখেছে ও চর্চা করে যাচ্ছে।(২)

    পেইচিং অপেরা আমার কাছে খুব মজার লাগে। পেইচিং অপেরার ভাষা আমি পছন্দ করি। প্রতি বারেই পেইচিং অপেরার নতুন অংশ শেখার আগে শিক্ষক ফাং আমাদেরকে এ নতুন পেইচিং অপেরার গল্প বলেন। যাতে আমরা পেইচিং অপেরাকে আরো ভালোভাবে জানতে ও বুঝতে পারি এবং আরো ভালো করে শিখতে পারি।

    থিয়েন চিন-এর চীনের লোক শিল্পের সূতিকাগার বলে সুনাম আছে। এখানকার অধিবাসীরা পেইচিং অপেরাকে খুবই পছন্দ করেন। গত কয়েক বছরে থিয়েন চিন নগরের হো সি এলাকার সিয়াং চিয়াং তাও প্রাথমিক স্কুল, হুং ছিয়াও এলাকার পরীক্ষামূলক প্রাথমিক স্কুল এবং নান খাই মাধ্যমিক স্কুল ও পরীক্ষামূলক মাধ্যমিক স্কুলসহ বহু প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সংগীত কোর্সে পেইচিং অপেরা সংক্রান্ত বিষয়বস্ত অন্তর্ভূক্ত হয়েছে। ২০০৫ সালে থিয়েন চিন নগরের সিয়াং চিয়াং তাও প্রাথমিক স্কুলের শিক্ষকগণ পেইচিং অপেরা সংক্রান্ত পাঠ্যপুস্তক সংকলন করে স্কুলে পেইচিং অপেরা কোর্স চালু করেছেন। বর্তমানে ছাত্র-ছাত্রীরা কেবল পেইচিং অপেরার সংশ্লিষ্ট জ্ঞান সঠিকভাবে বলতে পারে তাই নয়, বরং পেইচিং অপেরার বহু অংশ প্রদর্শনও করতে পারে। সংগীত শিক্ষক ইয়াং ছিউ ইয়ে বলেছেন, (৩)

    অল্প বয়সের ছাত্র-ছাত্রীদের প্রথম বার পেইচিং অপেরা শেখানোর সময় আমরা কিছু মিডিয়া যেমন সিডি ব্যবহার করতে দেই। ছাত্র-ছাত্রীরা প্রথমে পেইচিং অপেরার কিছু কিছু অংশ দেখার মাধ্যমে শিখতে চেষ্টা করে। যার ফলে ধাপে ধাপে তাদের আগ্রহ বাড়তে থাকে।

    সিয়াং চিয়াং তাও প্রাথমিক স্কুলের বারান্দায় পেইচিং অপেরার ভিন্ন ধরণের ছবি দেখতে পাওয়া যায়। পেইচিং অপেরা জানতে ও বুঝতে পারার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা ভিন্ন ধর্মী গল্পের মাধ্যমে ইতিহাস ও সাংস্কৃতিক জ্ঞান অর্জন করতে পারে।

    থিয়েন চিন নগরের নাটক-সম্বন্ধীয় বিশেষজ্ঞ লিউ লিয়েন ছুন বলেছেন, আগে পেইচিং অপেরার প্রতি লোকজনের কম আগ্রহ থাকার কারণ হল চালিয়ে যাওয়া ও প্রচারের অভাব। মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে সংশ্লিষ্ট কোর্স চালু করার মাধ্যমে যথাযথ শিক্ষাদান হল আগ্রহ সৃষ্টির পূর্ব শর্ত। বর্তমানে বিশ্বের বহু দেশেই জাতীয় সংস্কৃতিকে বুনিয়াদী শিক্ষায় অন্তর্ভূক্ত করা হয়েছে। সুতরাং পেইচিং অপেরা কোর্স চালু করা জাতীয় সংস্কৃতিকে এগিয়ে নেয়া ও প্রচার করার জন্য কল্যাণকর।(৪)

    পেইচিং অপেরা কোর্স চালু করার কী কী লক্ষ্য আছে? আমার মতে তার লক্ষ্য হল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের আমাদের জাতীয় শ্রেষ্ঠ সংস্কৃতিকে সম্মান ও সমুন্নত রাখা এবং আমাদের শ্রেষ্ঠ ঐতিহ্যিক কারুশিল্পের প্রসার করা। যাতে আমাদের জাতীয় সংস্কৃতি বংশানুক্রমে চলতে থাকে এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করা যায়।

    শিক্ষাদানের মান উন্নত করার জন্য বর্তমানে থিয়েন চিনের বহু স্কুল পেশাগত শিল্পীদের আমন্ত্রণ করে ক্লাসে ছাত্র-ছাত্রীদেরকে পেইচিং অপেরা কোর্স শিক্ষাদান করে থাকে। সময় পেলে থিয়েন চিন নগরের পেইচিং অপেরা নাট্যশালার পেশাগত শিল্পী থাও সিন ছেন থিয়েন চিন ইয়াও হুয়া মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষে গিয়ে ক্লাসে ছাত্র-ছাত্রীদের জন্য প্রদর্শন করেন ও শিক্ষাদান করেন। তিনি বলেছেন, ক্লাসে পেইচিং অপেরা কোর্স শিক্ষাদানের মাধ্যমে পেইচিং অপেরার প্রতি অনেক শিশুর দৃষ্টি আকর্ষণ করেছে। ইতোমধ্যেই লি ইয়াং নামক একটি শিশু তার মনে গভীরভাবে রেখাপাত করেছে।(৫)

    প্রথমে সে কিছুই বুঝতে পারতো না। আমি এক বাক্য এক বাক্য করে তাকে শেখাতাম। তিন মাস পর এই শিশুর আগ্রহ বেড়েছে। পাঁচ মাস পর আমরা একটি ছোট প্রদর্শনী করেছিলাম। সে পেইচিং অপেরার একটি অংশ "জা মেই আন"-এর চমত্কার প্রদর্শন করে। সেও সন্তোষ বোধ করে। তারপর সে আমার কাছে চার বছর ধরে পেইচিং অপেরা শিখেছে।

    পেইচিং অপেরা ছাড়াও, আরো বেশি জাতীয় চারু ও কারুশিল্প শিক্ষাও অবদান রাখবে।