২৮ মে রাতে অনুষ্ঠিত নেপালের গণ পরিষদের প্রথম অধিবেশনে রাজতন্ত্রের বিলোপ ঘটিয়ে নেপালকে 'ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র' ঘোষণা করা হয়েছে।
খবরে জানা গেছে, অধিবেশনে নিরঙ্কুশ ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে রাজার সকল বিশেষ অধিকার ও সুযোগ সুবিধা বাতিল করা হয়েছে এবং রাজাকে ১৫ দিনের মধ্যে প্রাসাদ ত্যাগ করার জন্য বলা হয়েছে। সরকার জাতীয় জাদুঘর হিসেবে রাজপ্রাসাদটি ব্যবহার করবে।
বর্তমান প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা অধিবেশনে বলেন, এ দিনটি হচ্ছে নেপালের নতুন যুগ শুরুর দিন। এ দিন থেকে নেপালের রাজনৈতিক পরিবর্তন বাস্তবায়িত হবে। তিনি আশা করেন, বিভিন্ন রাজনৈতিক দল অব্যাহত সহযোগিতা করবে ও সংহতি বজায় রাখবে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ দিন এক বিবৃতিতে নেপালের গণ পরিষদ অধিবেশন আয়োজনের অভিনন্দন জানিয়েছেন। তিনি নেপালের নতুন সরকার গঠনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|