v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-29 20:37:50    
চীনের মূলভূভাগে ব্যবসা করা তাইওয়ানী ব্যবসায়ী চেন ফাং রোং(ছবি)

cri

    গত শতাব্দীর আশির দশক থেকে তাইওয়ানের অনেক ব্যবসায়ী চীনের মূলভূভাগে এসে বিনিয়োগ করতে শুরু করে। চীনের মূলভূভাগের অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে তাইওয়ানী ব্যবসায়ীরাও বেশ উপকৃত হয়েছেন। এখন তাইওয়ানের আরো বেশি ব্যবসায়ীরা মূলভূভাগে আসছেন। এমন কি কেউ কেউ উতোমধ্যেই পুরো পরিবার নিয়ে মূলভূভাগে এসেছেন।

    চেন ফোং রোং-এর পূর্বপুরুষের বাড়ি ছিল চীনের ফুচিন প্রদেশের ছুয়ানচৌ শহরে। এখন তিনি হচ্ছেন তাইওয়ানের ছুয়ানথোং শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান। ১৯৮৬ সালে তিনি একাই ব্যবসার অবস্থা জানার জন্য দক্ষিণ চীনের কুয়াংচৌ শহর পরিদর্শনে আসেন। গত শতাব্দীর আশির দশকে কুয়াংচৌ অপেক্ষাকৃত পশ্চাত্পদ ছিলো। তা সত্ত্বেও মিঃ চেন মূলভূভাগে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। ১৯৮৮ সালে তিনি কুয়াংচৌ-এর হুয়াংপু বন্দরে জাহাজঘাট নির্মাণ করে তার নৌ-পরিবহন ব্যবসা শুরু করেন। তিনি বলেন, মূলভূভাগে বিনিয়োগ করার দু'টি প্রধান কারণ আছে। একটা হলো তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশবাসীদের মধ্যকার মমতার বন্ধন। আরেকটা হলো মূলভূভাগের অর্থনৈতিক উন্নয়নের সুপ্ত শক্তি। তা ছাড়া মূলভূভাগ তাইওয়ানী ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য চালু করা নানা সুবিধাজনক নীতিও তাদেরকে আকৃষ্ট করেছে।

    চেন ফাং রোং স্মরণ করে বলেন, দু'পারের নীতি ও সচেতনতাসহ নানা ক্ষেত্রে অনেক তফাত্ আছে বলে মিঃ চেন মূলভূভাগে বিনিয়োগ করার প্রথম দিকে সমস্যা সম্মুখীন হতেন। কিন্তু স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগের সাহায্যে সব সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, 'আমরা প্রথমে কুয়াংচৌ শহরে এসে ব্যবসা শুরু করি। এ সময় স্থানীয় সরকার আমাদের অনেক সহায়তা করেছে। তারা আমাদের সমর্থন করে। আমাদেরকে তাইওয়ানী ব্যবসায়ী বলে বিশেষ কিছু সুবিধা দেয়া হতো। দেশ তাইওয়ানী ব্যবসায়ীদেরকে রক্ষা করে। আমরা উপভোগ করেছি।'

    সুবিধাজনক পরিবেশে চেন ফাং রোং-এর ব্যবসা দ্রুত বিকাশের দিকে এগিয়ে যায়। তাঁর বন্ধুত্বপুর্ণ চরিত্র দেখে ছুয়াংথোং গোষ্ঠীর কর্মীরা তাঁর সঙ্গে কাজ করতে পছন্দ করে। ছুয়াংথোং গোষ্ঠীর কর্মী হো হোং মেই বলেন, 'তখন বসন্ত উত্সবে আমরা আমাদের প্রধান বস চেনের বাসায় খাবার খেতাম। বস খুব ভালো মানুষ, কর্মীদের চোখে চোখে রাখেন। তিনি সাধারনত বস হিসেবে তার চেহারা দেখান না। খুব শান্তশিষ্ট মানুষ।'

    মূলভূভাগের অর্থনীতির দ্রুত উন্নয়নের পাশাপাশি অনেক প্রতিভাবান ব্যক্তিদের আকৃষ্ট করছে। ছুয়ানথোং শিল্প গোষ্ঠীর উপ-ব্যবস্থাপক ছিও শাং চিয়েও তাইওয়ান থেকে মূলভূভাগে এসেছেন। তিনি কুয়াংচৌ তথা গোটা চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সুযোগ দেখে ছুয়ানথোং শিল্প গোষ্ঠীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, 'আমি মনে করি, এখন কুয়াংচৌতে ব্যবসা করার সুযোগ অনেক বেশি। অথনীতিও অপেক্ষাকৃত উন্নত। কুয়াংচৌ এর জীবনযাপন ও ব্যবসার পরিবেশ তাইওয়ানের মতোই। প্রতি বছর কুয়াংচৌতে চীনের আমদানী ও রপ্তানী বাণিজ্য মেলাসহ আরো অনেক রকমের বানিজ্যিক মেলা আছে। ব্যবসার সুযোগও এখানে অনেক। ফলে আমি মনে করি, এখানে ব্যবসা করা খুব ভালো।'

    প্রায় ২০ বছর চলে গেলো। চেন ফাং রোং-এর ব্যবসা অনেক বেড়েছে। এখন জাহাজঘাট ছাড়াও তিনি দু'পারের বাণিজ্য করার জন্য কুয়াংচৌতে একটি বাণিজ্যিক কোম্পানিও খুলেছেন এবং তেলাপিয়া মাছের খামার স্থাপন করেছেন। এই মত্স্য খামারের পরিচালন ব্যবস্থা অনুযায়ী, চেন ফাং রোং সব পুঁটি মাছ আশেপাশের কৃষকদের চাষ করতে দেন, তারপর তিনি সব মাছ কিনে নেন।

    এখন এই ঘাঁটিতে বার্ষিক উত্পাদন হয় প্রায় ৫ কোটি মাছ। মিঃ চেন বলেন, 'এখন কুয়াংতুং প্রদেশে তেলাপিয়া মাছের সরবরাহের চেয়ে চাহিদা বেশি। প্রতি বছর এর রপ্তানীর পরিমান বেশি। ফলে আমরা তাইওয়ান থেকে সব পুঁটি মাছ এখানে নিয়ে এসে চাষ করি।'

    মিঃ চেন বলেন, তিনি আশা করেন, ভবিষ্যতে তৃণমূল পর্যায়ের গ্রামগুলোর সঙ্গে সহযোগিতা করে প্রযুক্তিগত আদর্শ ঘাঁটি স্থাপন করবেন। তিনি কৃষকদের জন্য আরো ভালো প্রযুক্তিগত নির্দেশনা দিবেন।

    গত ২০ বছরে কুয়াংচৌ-এর দ্রুত উন্নয়ন ও পরিবর্তন দেখে চেন ফাং রোং-এর মনে গভীর দাগ কেটেছে। এখন তাঁর পুরো পরিবার কুয়াংচৌতে বাস করছে। তারা কুয়াংচৌতে বাড়ি কিনেছেন। তিনি আশা করেন, অবসর নেয়ার পর কুয়াংচৌতেই থাকবেন। তিনি বলেন, 'আমি মনে করি, আমরা সবাই মূলভূভাগ থেকে এসেছি। আমার পূর্বপুরুষও চীনের মূলভূভাগে ছিলেন। ফলে মূলভূভাগে ফিরে আসা আমাদের আশা-আকাঙ্ক্ষা। এখন আমি আমার ছেলেকেও এখানে নিয়ে এসেছি। আমি চাই সে মূলভূভাগে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাহলে আমার পরবর্তী বংশধর মূলভূভাগে বসবাস করবে।'

    চীনের মূলভূভাগের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে চেন ফাং রোং আস্থাবান। তিনি বলেন, 'কুয়াংচৌ, শেনচেন ও শাংহাইসহ নানা শহরের বিকাশ লক্ষণীয়। পরবর্তী দশ থেকে ১৫ বছরের মধ্যে মূলভূভাগের বিকাশও এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। এতে কোন সন্দেহ নেই। ভবিষ্যতে মূলভূভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে আমরা আশাবাদী। ফলে আমি আমার সন্তানকে বলি, তাদের ভবিষ্যত স্থান হবে মূলভূভাগে।'

    মূলভূভাগের অর্থনীতির দ্রুত উন্নয়ন আরো বেশি তাইওয়ানী ব্যবসায়ীদের আকৃষ্ট করবে। তাঁরা মূলভূভাগের বিশাল উন্নয়নের পরিবেশে নিজেদের ব্যবসারও বিকাশ ঘটাবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)