পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি'র আমন্ত্রণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ৪ থেকে ৭ জুন আনুষ্ঠানিকভাবে চীন সফর করবেন। এবার হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হবার পর প্রণব মুখার্জির প্রথম চীন সফর।
এদিন ছিন কাং পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ছিন কাং বলেছেন, ঐ সফরের সময় চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। চীনের অন্য নেতারাও প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'পক্ষ চীন ও ভারতের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সংক্রান্ত মতৈক্য বাস্তবায়ন, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
ছিন কাং বলেন, চীন আশা করে, এবার সফরের মাধ্যমে দু'দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরো বাড়বে,দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার হবে , বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর হবে এবং দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে যাবে।
জানা গেছে, পেইচিং ছাড়া, প্রণব মুখার্জি দক্ষিণ চীনের কুয়াং চৌ সফর করবেন এবং কুয়াং চৌয়ে ভারতের কনস্যূলেট জেনারেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।(লিলু)
|