২৮ মে কিছু বিদেশী সংবাদ মাধ্যম সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে চীনের উদ্ধার ও ত্রাণকাজ এবং চীনা সংবাদ মাধ্যমের নির্ভুল ও অবিকৃত তথ্য প্রকাশের ইতিবাচক মূল্যায়ন করেছে। তারা মনে করে, ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের মাধ্যমে চীনের সমাজের নজিরবিহীন ঐক্য প্রকাশ পেয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রকাশিত চায়না বিজ নিউজ পত্রিকা ত্রাণ কাজে সারাদেশের সহযোগিতায় চীন সরকার ও জনগণের প্রশংসা করেছে। এতে আরো বলা হয়েছে, ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের মাধ্যমে চীন সরকার অনুসৃত মানুষকে প্রাধ্যান্য দেয়ার ধারণা প্রসারিত করা হয়েছে।
জাপানের ফুজি সানকেই বিজনেস পত্রিকা জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান ইজুমি হারাতার একটি প্রবন্ধ প্রকাশ করেছে। প্রবন্ধে ওয়েন ছুয়ান ভূমিকম্পের পর চীন সরকারের উদ্ধার ও ত্রাণ ব্যবস্থাপনার ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে।
মালয়েশিয়ার সিন চিউ জিত পোহ পত্রিকা বলেছে, ভূমিকম্পের পর পরই চীন সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে দুর্গতদের সাহায্য করেছে। সারা দেশের জনগণও ঐক্য ও দৃঢ়তা প্রকাশ করেছে।(লিলু)
|