হংকং , ম্যাকাও ও তাইওয়ানের সংবাদপত্রগুলো ২৯ মে অভিমত প্রকাশ করেছে যে , চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ও চীনা কোওমিনতাং পার্টির চেয়ারম্যান উ পোও সুয়োংয়ের বৈঠক তাইওয়ান প্রণালীর দু পারের সম্পর্কের অর্থবহ বিকাশ ত্বরান্বিত করবে ।
তাইওয়ানের " চোংকোওশিপাও" পত্রিকা বলেছে , পেইচিং দু পারের পারস্পরিক কল্যাণমূলক অর্থনৈতিক বিনিময় ও সহযোগিতার ব্যাপারে নমনীয় ও বাস্তবভিত্তিক মনোভাব পোষণ করছে এবং তাইওয়ানকে অর্থবহ সুযোগ সুবিধা দিতে আগ্রহী ।
হংকংয়ের ওয়েন হুই পত্রিকা মনে করে , হু চিন থাও-ও পোও সুয়োং বৈঠকের তাত্পর্য হচ্ছে দু পক্ষই তাইওয়ানের স্বাধীনতার বিরোধী এবং কেন্দ্রীয় সমস্যায় একই অবস্থানে রয়েছে । এটি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা মৌলিক ভিত্তি স্থাপন করেছে ।
ম্যাকাও ডেইলী একটি সম্পাদকীয়তে বলেছে , দু পারের মধ্যে প্রায় ৬০ বছরের বিচ্ছিন্নতা এবং সাম্প্রতিক ৮ বছরের প্রতিবন্ধকতার কারণে অনেক সমস্যা সমাধান সাপেক্ষ । তবে দু পক্ষ নিজেদের বিচক্ষণতা কাজে লাগিয়ে মতবিরোধকে পাশে সরিয়ে রেখে সদিচ্ছা নিয়ে বিনিময় অব্যাহত রাখলে এবং পারস্পরিক আস্থা বাড়ালেই দু পারের সম্পর্কের শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিকাশ সম্ভব হবে ।
|