২৮ মে নেপালের গণপরিষদ নেপালকে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করেছে। নেপালী জনগণ দেশের অবস্থা অনুযায়ী সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পথ বেছে নিয়েছে, চীন যাকে সম্মান করে। ২৯ মে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন,নেপালের নতুন সাংবিধানিক পার্লামেন্টের অধিবেশন সুষ্ঠুভাবে আয়োজিত হওয়ায় চীন সন্তুষ্ট। সুপ্রতিবেশী ও ভাল বন্ধু হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে, নেপালের শান্তি প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে এগিয়ে যাবে । এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়িত হবে।
তিনি আরো বলেন, নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষিকসহযোগিতার সম্পর্কের অব্যাহতভাবে এগিয়ে নিতে চীন আগ্রহী।--ওয়াং হাইমান
|