আগামী নভেম্বর মাসে হাই নান ওয়েন ছাং মহাশূণ্যযান উত্ক্ষেপণ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে। সম্প্রতি চীনের হাই নান প্রদেশের ডেপুটি গভর্নর চিয়াং সি সিয়ান হাই খৌ-এ এ কথা জানান।
তিনি বলেন,ওয়েন ছাং মহাশূণ্যযান উত্ক্ষেপণ কেন্দ্রের মোট আয়তন হবে ১ হাজার ১ শ'র হেকটরের বেশি । ২০১২ সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং ২০১৩ সালে ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে কক্ষপথ উপগ্রহ এবং বৃহত্তম মহাকাশ স্টেশনসহ মহাশূণ্যযান উত্ক্ষেপণ করা যাবে।
এখন চীনে চিউ ছুয়ান ,থাই ইউয়ান এবং সি ছাং তিনটি মহাশূণ্যযান উত্ক্ষেপণ কেন্দ্র রয়েছে। এগুলো থেকে ১০০বারেরও বেশি মহাশূণ্যযান উত্ক্ষেপণ করা হয়েছে এবং এক শ'র বেশি উপগ্রহ ও ৬টি খেয়াতরী মহাশূন্যে পাঠানো হয়েছে। --ওয়াং হাইমান
|