ব্রিটেনের পার্লামেন্ট সম্প্রতি তিব্বত সমস্যার ওপর যে শুনানী সভা আয়োজন করেছে , তার জন্যে চীনের জাতীয় গণ কংগ্রেসের বৈদেশিক বিষয়ক কমিটির একজন কর্মকর্তা বুধবার এক বিবৃতিতে তার তীব্র ক্ষোভ ও বিরোধিতার কথা ব্যক্ত করেছেন ।
তিনি বলেন , যখন চীন সরকার ও জনগণ গভীর বেদনা নিয়ে ভূমিকম্প মোকাবিলা ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে , তখন ব্রিটেন দালাইকে ব্রিটেন সফরে আমন্ত্রণ জানায় এবং ব্রিটিশ পার্লামেন্ট চীনের মানবাধিকার সমস্যা সংক্রান্ত শুনানী আয়োজন করে । এতে উপস্থিত থাকার জন্যে দালাইকে আমন্ত্রণ জানানো হয় । এ তত্পরতা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে এবং চীনা জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে ।
চীনের ঐ কর্মকর্তা বলেন , তিব্বত সমস্যা যেমন জাতীয় ও ধর্মীয় সমস্যা নয়, তেমনি মানবাধিকার সমস্যাও নয় । এটি চীনের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতার সংগে জড়িত একটি রাজনৈতিক সমস্যা । দালাই নির্বাসনকালে সবসময় মাতৃভূমিকে বিভক্ত করার চেষ্টা করে আসছে । তিনি মোটেই তিব্বতী জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন না ।
তিনি আশা করেন , ব্রিটেন সদিচ্ছা নিয়ে তিব্বতকে চীনের ভূখন্ডের এক অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকার করবে ।
|