v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-29 16:19:50    
নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার বাস্তবায়নে চীনের কৃষকরা উপকৃত

cri
গত কয়েক বছরে চীনে ব্যাপকভাবে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা জনপ্রিয় করে তোলার একটি অভিযান চালানো হয়েছে । উত্তর চীনে অবস্থিত শানশি প্রদেশের সিন চৌ শহরে এই ব্যবস্থা চালু হওয়ার ফলে ৮০ শতাংশেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন ।

চীন সরকার ও কৃষকদের যৌথ উদ্যোগে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । এই ব্যবস্থা চালু হওয়ার জন্য যে ব্যয় হয় , তা সরকার ও কৃষকরা সম্মিলিতভাবে বহন করে । কৃষকরা হাসপাতালে চিকিত্সার জন্য যে অধিক ব্যয় করে , সরকার তাদেরকে ভর্তুকীও দেয় ।

সিন ফু জেলা শানশি প্রদেশের সিন চৌ শহরের একটি কৃষক বহুল জেলা । ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে এই জেলায় নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হয় । গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার সদস্য হওয়া এবং চিকিত্সার অগ্রাধিকার অর্জনের জন্য প্রত্যেক কৃষককে ১৫ ইউয়ান জমা দিতে হয় । কৃষকরা নতুন সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার খুব প্রশংসা করেন । শানশি প্রদেশের সিন চৌ শহরের সিন ফু জেলার স্বাস্থ্য ব্যুরোর প্রধান লি ওয়েন থিয়ান আবেগের সঙ্গে বলেন ,

সদস্য হওয়ার জন্য মাত্র ১৫ ইউয়ানের প্রয়োজন । তবু চিকিত্সার জন্য অধিক ব্যয় করলে বেশির ভাগ ভার সরকার বহন করবে । সরকারের অগ্রাধিকারের জন্য কৃষকরা ব্যাপক ধন্যবাদ জানান ।

হুয়াং চাও স্যু-এর বয়স ৬৭ । তিনি শানশি প্রদেশের সিন চৌ শহরের সুন ফু জেলার কাও চিয়া চুয়াং গ্রামের একজন কৃষক । ২০০৭ সালের এপ্রিল মাসে যখন তিনি কৃষি কাজ করেন , তখন তিনি অসাবধানবসত গুরুতর আহত হন । হাসপাতালে তার জন্য ১১ ঘন্টা স্থায়ী অস্ত্রোপচার করা হয় । তিনি ভালো হয়ে উঠেন । কিন্তু তিনি অধিক চিকিত্সার ফি বহন করতে না পারার কারণে চিন্তিত হয়ে পড়লেন । তিনি বলেন ,

অস্ত্রোপচারের জন্য তার বিশ তিরিশ হাজার ইউয়ান খরচ হয়েছে । সাধারণ কৃষক হিসেবে তিনি কেমন করে এত বেশি ভার বহন করবেন ?

আসলে হুয়াং চাও স্যু ও তার পরিবার পরিজন বেশি আয় করতে পারতেন না । বাড়িতে ৯৮ বছর বয়স্ক তার শাশুড়ীও আছেন । তাকে দেখাশুনাও করতে হয় । বৃদ্ধা হুয়াং চাও স্যু যাতে নিশ্চিন্তে চিকিত্সা গ্রহণ করতে পারেন , সেজন্য ডাক্তার তার বিস্তারিত খোঁজ খবর নেন এবং তাকে সান্ত্বনা দেন ।

ডাক্তার বলেন , গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার সদস্য হলে কোনো চিন্তা নেই । চিকিত্সা খরচের কমপক্ষে অর্ধেকাংশ সরকার বহন করতে পারবে ।

বৃদ্ধা হুয়াং চাও স্যু হাসপাতালে দু' মাস ছিলেন । অবশেষে স্বাস্থ্যের আরো ভাল পুনরুদ্ধারের জন্য তিনি বাড়িতে ফিরে গেছেন ।

তিনি হাসপাতালে দু' মাস ছিলেন এবং চিকিত্সার জন্য তারা আরো ২৪ হাজার ইউয়ান জমা দেয়ার কথা । কিন্তু জেলার গ্রামীণ সহযোগিতা চিকিত্সা বিভাগের হিসাব অনুযায়ী তাকে শুধু খরচের দুই ভাগের এক ভাগ বহন করতে হল । তিনি প্রফুল্ল হয়ে উঠলেন । তার তিন সন্তান লেখাপড়া করছে । এর ফলে তার চাপও কমে গেছে । তিনি আবেগের সঙ্গে বলেন ,

তিনি সর্বান্তকরণে পার্টি ও সরকারের নীতির প্রতি ধন্যবাদ জানালেন । তিনি বলেন , গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার বাস্তবায়নে কৃষকরা সত্যি উপকৃত হয়েছেন । এতে কৃষকরা অনেক কৃতজ্ঞ ।

সিন চৌ শহরে বৃদ্ধা হুয়াং চাও স্যুয়ের মতো বহু কৃষক আছেন । এ শহরের স্বাস্থ্য ব্যুরোর উপপরিচালক কাও ফাং হুয়া বলেন , ২০০৩ সাল থেকে এ শহরে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হয় । এ পর্যন্ত ১০টি জেলায় নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু করা হচ্ছে । ১৬.১ লাখ কৃষক এ ব্যবস্থা থেকে চিকিত্সার অগ্রাধিকার পেয়েছেন । তিনি বলেন ,

বিভিন্ন পর্যায়ের সরকার নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার চেষ্টা করেছে । এ ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু করার জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে এবং চিকিত্সার জন্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম সরবরাহ করেছে । চীনে দারিদ্র্য বিমোচনের জন্য বিশাল অর্থের প্রয়োজন । কিন্তু সরকার নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু করার ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছে এবং সেজন্য বড় অংকের ব্যয়ও করেছে ।

গ্রামাঞ্চলে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হওয়ার পাশাপাশি সরকার এ ব্যবস্থার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা জোরদারের চেষ্টা করেছে । এ ব্যবস্থার কার্যকরিতা আরো উন্নত করার জন্য সরকার জনসাধারণের কাছে বেশি মতামত ও প্রস্তাব সংগ্রহ করেছে । তিনি বলেন ,

সিন চৌ শহরে ১৪টি জেলা ও ১৮৫টি থানা আছে । কৃষকদের মতামত ও প্রস্তাব সংগ্রহের জন্য কর্মকর্তাদের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে হয় । ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি জনসাধারণের জন্য আরো ভালভাবে সেবা করতে হবে । যাতে কৃষকরা সত্যি উপকৃত হন ।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পূর্ব চীনের আন হুই প্রদেশ পরিদর্শনের সময় বলেছেন , এ বছর নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা অনুযায়ী কৃষকদেরকে আরো বেশি অগ্রাধিকার দেয়া দরকার ।

চীন সরকার প্রত্যেক কৃষককে ৪০ ইউয়ান চিকিত্সা ভর্তুকী দিয়ে থাকে । পরবর্তী দু' বছরে এ ভর্তুকীর পরিমাণ দ্বিগুণ বাড়বে ।

অনুমান করা হচ্ছে , ২০১০ সালের মধ্যে চীনের বিভিন্ন অঞ্চলের গ্রামাঞ্চলে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা জনপ্রিয় করে তোলা হবে ।

(থান ইয়াও খাং)