ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চালানো সহযোগিতায় নতুন সীমিত শর্ত সৃষ্টি করতে সম্ভব হবে। ২৮ মে ইরানের নতুন নির্বাচিত স্পীকার আলি লারিজানি দেহরাণে এ কথা জানান।
এদিন পালার্মেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন,আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পরমাণু সমস্যা নিয়ে যে নতুন রিপোর্ট দাখিল করেছে তাতে তিনি মর্মাহত। কারণ এ রিপোর্টে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষা খুব পরিষ্কার নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ ধরণের আচরণ অব্যাহত রাখলে তার সঙ্গে সহযোগিতা ক্ষেত্রে ইরান সীমিত আকারে শর্ত আরোপ করবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা একটি ন্যয়ভিত্তিক রিপোর্ট উপস্থাপন না করলে তার সঙ্গে ইরানের সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।--ওয়াং হাইমান
|