v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-28 20:08:25    
চীনের ভূমিকম্পদুর্গত এলাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ সামগ্রী কার্যকর ভূমিকা পালন করছে

cri

    ১২ মে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ানে ভূমিকম্প হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দুর্গত এলাকায় বিপুল ত্রাণ সামগ্রী পাঠিয়ে যাচ্ছে । ২৬ মে পর্যন্ত মোট ৩১টি দেশ ও জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশন আন্তর্জাতিক সংস্থা এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চল সিছুয়ান প্রদেশের দুর্গত এলাকায় মোট ৮১ কিস্তিতে ২৭০০টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে । সবচেয়ে জরুরী সাহায্য প্রয়োজন এমন দুর্গত এলাকাগুলোতে এ সব ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে ।

   ভূমিকম্পের দ্বিতীয় দিন রাশিয়ার প্রথম কিস্তির ত্রাণ সামগ্রী ছেংতু শহরে পৌঁছেছে । আন্তর্জাতিক সম্প্রদায় এবং হংকং , ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলের ত্রাণকর্মী ও ত্রাণ সামগ্রী গ্রহনের জন্য ছেংতু প্রাদেশিক সরকার সে দিন বিশেষ যোগাযোগ ও সমন্বয় গ্রুপ গঠন করেছে । আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ সামগ্রী গ্রহণের জন্য চীনের বৈদেশিক বিষয়ক বিভাগ , শুল্ক বিভাগ , পরিদর্শন ও কোয়ারেন্টাইনসংস্থা এবং বিমান বন্দর সহ সংশ্লিষ্টনানা বিভাগ ২৪ ঘন্টা ধরে খোলা রাখা হয়েছে । আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ সামগ্রী যাতে দ্রুত এবং সময়মতো দুর্গত মানুষের হাতে পৌঁছতেপারে তা নিশ্চিত করার জন্য নিয়নীতি সহজতর করা হয়েছে এবং "সবুজ পথ" খোলা হয়েছে ।

   সিছুয়ান প্রদেশের পরিদর্শন ও কোয়ারেন্টাইন ব্যুরোর কর্মকর্তা তু ইয়ু বলেন , আগে আমরা গুদামে বা অফিসে প্রয়োজনীয় পরীক্ষারকাজ করতাম । এখন সব কাজ সহজ করা হয়েছে । আমরা বিমানে বা বিমানের পার্কিং এলাকায় মালামাল পরীক্ষা করছি । এক কথায় যত সহজ এবং যত দ্রুত করা সম্ভব আমরা তাই করেছি ।

    ত্রাণ সামগ্রী যাতে তাড়াতাড়ি শুল্ক বিভাগ থেকে ছাড় পেতে পারে তা নিশ্চিতকরার পাশাপাশি সিছুয়ান প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যে দুর্গত এলাকার অবস্থা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ ও পাঠানোর ব্যবস্থা নিয়েছে । ১৮ মে ইতালি সরকারের পাঠানো প্রথম কিস্তির ২৪০টি তাবু ছেংতু শহরে পৌঁছুলে স্থানীয় সরকার সঙ্গেসঙ্গে এগুলোকে অপেক্ষাকৃত গুরুতর ক্ষতিগ্রস্ত মিয়েনইয়াং ও ত্যইয়াংয়ে পাঠিয়েছে । স্থানীয় শিক্ষা বিভাগে ব্যবহার করার জন্য এই দুটি এলাকায় ২০টিরও বেশিটি তাবু-স্কুল প্রতিষ্ঠিত হয়েছে । এ সম্পর্কে সিছুয়ান প্রদেশের শিক্ষা দপ্তরের ত্রাণ বিষয়ক গ্রুপের মাদাম চিয়াং হুইছুন বলেন , বহু ছাত্রছাত্রীরক্লাস নেওয়ার জায়গা নেই । ইতালি সরকারের পাঠানো তাবু বেশ বড় । আমাদেরকে এখনি ছাত্রছাত্রীদেরকেসংগঠিত করতে হবে । তাদের মানসিক অবস্থা উন্নত করার জন্য আমরা সর্বপ্রথমে তাবু স্কুল প্রতিষ্ঠার কথা বিবেচনা করেছি ।

    মাদাম চিয়াং হুইছুন বলেন , ইতালির তাবু অত্যন্ত সময়মতোএসেছে । কারণ ভূমিকম্পের পর সবচেয়ে জরুরী প্রয়োজনীয় জিনিস হল তাবু । দিনে তাবু ক্লাস নেওয়ার জন্য ব্যবহার করা যাবে এবং রাতে দুর্গত এলাকার জনসাধারণ থাকতে পারবে । মাদাম চিয়াং হুইছুন বলেন , গৃহহারা জনসাধারণ এবং ক্লাসবিহীন ছাত্রছাত্রীদের কাছে এই সব তাবু সময়োচিত এবং কার্যকর। এতে সবাই অত্যন্তমুগ্ধ হয়েছেন ।

    মিয়েনচু জেলার সিয়াওত্য স্কুল ইতালির তাবু গ্রহণ করেছে । স্কুলের পরিচালক ছি ফাং বলেন , তাবুগুলো ছাত্রছাত্রীদের স্কুলে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । বর্তমানে প্রধানত ছাত্রছাত্রীদের মনোবিদ্যা প্রশিক্ষণ দেয়া হচ্ছে । তারা যাতে যততাড়াতাড়িসম্ভব ভূমিকম্পের ছায়া থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য তাদেরকে সাহায্য দেয়া হচ্ছে । পরিচালক ছি ফাং বলেন , ত্যইয়াং শহর থেকে শিক্ষা ব্যুরো এবং ত্রাণ পরিচালনা কেন্দ্রে পাঠানো তাবু সরাসরি স্কুলে বিতরণ করা হয় । স্বেচ্ছাসেবকের সাহায্যে স্কুলের শিক্ষকরা তাবু খাটিয়ে নিচ্ছেন ।

    ২৭ মে ছেংতু শহরে আয়োজিত এক তথ্য সভা সূত্রে জানা গেছে , এ পর্যন্ত ভূমিকম্প উদ্ধার ও ত্রাণের প্রধান প্রধান যে সব কাজ করা হচ্ছে সেগুলো হল দুর্গতদের আবাসনের ব্যবস্থা করা , আহতদের চিকিত্সা করা এবং গণ স্বাস্থ্যহানিকর ঘটনা প্রতিরোধ করা । দুর্গত এলাকায় এখনো বিপুল পরিমাণে তাবু এবং সংশ্লিষ্ট ওষুধসহ নানা ত্রাণ সামগ্রী প্রয়োজন । তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন পাব বলে আমরা আশা রাখছি । চুং শাওলি