সিছুয়ান প্রদেশের সমগ্র দুর্গত জেলায় অন্তত একটি সড়ক দিয়ে বাইরের সংগে সংযোগ রাখা সম্ভব হয়েছে এবং অধিকাংশ দুর্গত গ্রামে খাবার পানির সমস্যা প্রাথমিকভাবে সমাধান করা গেছে ।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপমহাপরিচালক মু হুং ২৮ মে পেইচিংয়ে এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন , ১২ মে ভয়াবহ ভূমিকম্প ঘটার পর চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ নানা উপায়ে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক এবং জ্বালানি , টেলিযোগাযোগ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থাসহ অবকাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হয় ।
সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্পের কারণে কিছু সময়ের জন্যে এ প্রদেশের ১৬টি জেলা ও শহরের টেলিযোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়েছিল এবং ১৬টি একসপ্রেস সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল । বর্তমানে এসব সড়ক আবার চালু হয়েছে এবং সমস্ত দুর্গত জেলা ও শহরের টেলিযোগাযোগ ব্যবস্থাও চালু হয়েছে ।
|