২৮ মে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আন হুই প্রদেশের রাজধানি হে ফেই শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল সুষ্ঠুভাবে হস্তান্তর হয়েছে।
এদিন সকালে ৮টার সময় হস্তান্তর অনুষ্ঠান আন হুই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়। এর আগে সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতদের শোকে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন। এর পর বিশ্ব ডাইভিং চ্যাম্পিয়ন লি না অলিম্পিক গেমসের প্রথম মশালবাহক হিসেবে মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু করেন।
এদিন সকালে সাড়ে ১০টায় মশাল হস্তান্ত রের চূড়ান্ত স্থান--হে ফেই ক্রীড়া কেন্দ্রস্থলে সর্বশেষ মশালবাহক বিশ্ব কুংফুং চ্যাম্পিয়ন ফান সুয়ে ফিংয়ের হস্তান্তরের মধ্য দিয়ে হে ফেইয়ে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শেষ হয়।
এই মশাল হস্তান্তরের দৈর্ঘ্য ছিল ১০.৮ কিলোমিটার। এতে মোট ২২২জন মশালবাহক অংশ নেন।--ওয়াং হাইমান
|