মে মাসের ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্রের ১৪তম মানবাধিকার সংলাপ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
২০০২ সালের পর দু'পক্ষের মধ্যে এটি প্রথম সংলাপ। চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি এবং সহকারী মন্ত্রী লিউ চিয়ে ই পৃথক পৃথকভাবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক উ হাই লুং এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সহকারী মন্ত্রী ডেভিড জে. ক্রেমার যৌথভাবে এবারের সংলাপ পরিচালনা করেন।
দু'পক্ষ পরস্পরকে নিজেদের মানবাধিকার ক্ষেত্রের নতুন অগ্রগতি অবহিত করেছে । বাক-স্বাধীনতা , ধর্মীয় স্বাধীনতা এবং বর্ণ-বৈষম্যের বিরোধিতাসহ বিভিন্ন সমস্যায় দু'পক্ষ গভীরভাবে মত বিনিময় করেছে। দু'পক্ষই এবারের সংলাপকে মনখোলা এবং উন্মুক্ত আখ্যা দিয়েছে ।তারা বলেন চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবিরাম সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্য এই সংলাপ সহায়ক হবে।--ওয়াং হাইমান
|