চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ সদর দফতরের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এ পর্যন্ত দক্ষিণ চীনের কয়েকটি প্রদেশে এ বছরের প্রথম ব্যাপক আকারের বৃষ্টিপাতে চীনের কুই চৌ , হুনান ও চিয়াং সিসহ কয়েকটি প্রদেশে ২৬জন নিহত হয়েছে এবং ২১জন নিখোঁজ রয়েছে । এ বিপর্যয়ের বিস্তারিত তথ্য এখন সংগ্রহ করা হচ্ছে ।
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে ইয়াংসি নদীর দক্ষিণাঞ্চল ও দক্ষিণ চীনের অধিকাংশ অঞ্চলে এবারের প্রবল বৃষ্টি আগামী ৩০ মে পর্যন্ত চলবে ।
জানা গেছে , বন্যা প্রতিরোধের কাজ পরিচালনার জন্যে চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ সদর দফতর ইতোমধ্যে আলাদা আলাদাভাবে কুই চৌ , চিয়াং সি ও হুনান প্রদেশে দুটি কর্মগ্রুপ পাঠিয়েছে ।
|