চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৭ মে পেইচিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের ভূমিকম্প দুর্গত এলাকায় সাহায্যদানকারী সব দেশ , সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।
ছিন কাং বলেন , পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে , ১৫৫টি দেশের সরকারী বা বেসরকারী সংস্থা এবং দশ বারোটি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা চীনকে অর্থ সাহায্য দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে । এসব আর্থিক সাহায্যের মূল্য প্রায় ১.৯ বিলিয়ন ইউয়ান । তা ছাড়া , ৫৪টি দেশের সরকারী বা বেসরকারী সংস্থা চীনকে ত্রাণ সামগ্রী দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে । এসব সামগ্রীর মূল্য প্রায় ৫২ কোটি ৪০ লাখ ইউয়ান । বিভিন্ন দেশ চীনকে প্রায় ২ লাখ ১০ হাজার তাবু দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে । ইতোমধ্যেই দুর্গত এলাকায় ৪৭ হাজার ৯ শো' তাবু পাঠানো হয়েছে ।
এর পাশা পাশি প্রবাসী চীনারা , বিদেশে চীনা কোম্পানীর কর্মীরা এবং চীনের ছাত্রছাত্রীরা অব্যাহতভাবে দুর্গত এলাকার জনগণের জন্য অর্থ ও ত্রাণ সামগ্রী দান করছেন ।
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে প্রবাসী চীনারা তাবুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী কিনছে । তারা গত তিন দিনের মধ্যে মোট ৪ হাজারটি তাবু ও ৪ হাজার ৮ শো এয়ার ব্যাড সংগ্রহ করেছেন । এসব ত্রাণ সামগ্রী এ সপ্তাহের মধ্যে দুর্গত এলাকায় পাঠানো হবে ।
পানামায় প্রবাসী চীনারা ২ লাখ ৫ হাজার মার্কিন ডলার দান করেছেন ।
পর্তুগিজে চীনের দূতাবাস থেকে জানা গেছে , ২৫ মে পর্যন্ত সেখানে প্রবাসী চীনারা ২২ লাখেরও বেশি ইউয়ান দান করেছেন । (শুয়েই ফেই ফেই)
|