v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-28 16:47:03    
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপনের ব্যাপারে রাশিয়ার অবস্থান আবারও দৃঢ় হয়ে উঠছে

cri
২৭ মে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর উপমহাপরিচালক এভগেনি বুঝিনস্কি বলেছেন, ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপন স্পষ্টতই রাশিয়ার নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করবে। এর বিরুদ্ধে রাশিয়া সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেবে। বুঝিনস্কির সর্বশেষ বক্তব্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে রাশিয়ার অবস্থান আবারও দৃঢ় আকার ধারণ করলো।

বুঝিনস্কি বলেন, সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্দিষ্ট পরিকল্পনা তৈরী করা হয়েছে। তবে এখন তা প্রকাশ করা হবে না। এ সব ব্যবস্থা নেয়ার উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা হুমকিকে ন্যূনতম পর্যায়ে নামানো। তিনি বলেন, এর আগে ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে দু'পক্ষের মধ্যেকার বৈঠকে আস্থা স্থাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বেশ কিছু ব্যবস্থার কথা উত্থাপন করে। তবে এটা রাশিয়ার জাতীয় নিরাপত্তার আশংকা বিমোচন করতে পারে নি।

ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধ দীর্ঘ সময় ধরে চলছে। ২০০৭ সালের জানুয়ারী মাসে ইরানসহ বিভিন্ন দেশের সম্ভাব্য হুমকি মোকাবিলার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহণ করে এবং পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি সংক্রান্ত আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছে। রাশিয়া মনে করে, যুক্তরাষ্ট্রের এই তত্পরতার লক্ষ্য হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা সামর্থ্যকে দুর্বল এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করা। সুতরাং এই সমস্যায় দু'দেশের বিরোধ ও সম্পর্কের ক্ষেত্রে বন্ধাত্ব দেখা দিয়েছে। এই বন্ধাত্ব নিরসনের জন্য গত বছরের অক্টোবর এবং এ বছরের মার্চ মাসে পৃথক পৃথকভাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মস্কোয় দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অংশ গ্রহণ '২+২' বৈঠক আয়োজন করে। উভয় বৈঠকে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ও রাডার পর্যবেক্ষণের জন্য রাশিয়া সামরিক লোকজন পাঠাতে পারে। যাতে রাডার রাশিয়ার ভূ-ভাগের দিকে পর্যবেক্ষণ না করে এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে উত্ক্ষেপন কুয়োতে না রাখা যায়। যুক্তরাষ্ট্র আরো বলেছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বাস্তব হুমকি থাকার অবস্থা দেখা দিলেও কেবল ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ঘাঁটি চালু করা যাবে। যুক্তরাষ্ট্র মনে করে, তার প্রস্তাব ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপনের ব্যাপারে রাশিয়ার উদ্বেগ খতিয়ে দেখেছে এবং রাশিয়ার ইতিবাচক সাড়ার প্রত্যাশায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি এক সময় রাশিয়ার তীব্র প্রতিবাদ ও অসন্তোষের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হয়েছে। ৬ এপ্রিল রাশিয়ার পর্যটন শহর সোছি-এ এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের অংশীদার আমাদের উদ্বেগ উপলব্ধির পাশাপাশি তা নিরসনের চেষ্টা করছে। চুক্তিতে পৌঁছার ব্যাপারে আমি সতর্ক দৃষ্টিভঙ্গী পোষণ করি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বিশেষজ্ঞরা কী ধরনের পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা এবং কীভাবে এ সব উপায় বাস্তবায়ন করা যায়। সে ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন। এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, পূর্ব ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপনের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানের পরিবর্তন হয়নি। তবে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যাটির সমাধান করবে। ১৪ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ মস্কোয় যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, জাপান এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

জনমত এই যে, সম্প্রতি রাশিয়ার 'যৌথ প্রতিষ্ঠিত' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার এক ধরনের কৌশল। ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে রাশিয়ার অবস্থান আবারও শক্তিশালী হয়ে উঠা আসলে এই সমস্যায় রাশিয়ার সত্যিকার অবস্থানই প্রতিফলিত হয়েছে। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা রাশিয়ার জাতীয় নিরাপত্তা ও মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত বলে নিজের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত সমস্যায় রাশিয়া সহজভাবে আপোস করবে না। সুতরাং ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর ব্যাপারে অবশ্যই রাশিয়া কঠোর অবস্থান অবলম্বন করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও রাশিয়ার বিরোধীতার কারণে নিজের কৌশলগত পরিকল্পনা ত্যাগ করবে না। এ থেকে দেখা যাচ্ছে যে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শক্তিপরিক্ষা দীর্ঘদিন ধরেই চলবে।–খোং চিয়া চিয়া