ইউরোপীয় পার্লামেন্টের ডেপুটি স্পীকার মিগুয়েল অ্যান্জেল মার্টিনেজ বলেন , তিনি বিশ্বাস করেন , চীনা জনগণ দুর্যোগকে পরাজিত করে আবার উন্নয়নের ধারায় ফিরতে পারবে ।
২৭ মে সিংগাপুরের "লিয়ান হো চাও পাও" পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে , ভূমিকম্পের পর বিশ্বব্যাপী চীনের সুষ্ঠ ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেছে । এবারের উদ্ধার ও ত্রাণ প্রক্রিয়ায় চীনের ঐক্য প্রকাশ পেয়েছে ।
২৭ মে উত্তর কোরিয়ার "রোদোং সিনমুন" পত্রিকার নিবন্ধে বলা হয়েছে , বর্তমানে চীন একদিকে উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে , অন্যদিকে অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছে । চীনের কমিউনিস্ট পার্টি , সরকার ও জনগণের চেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে । চীন নিশ্চয়ই সফল হবে ।
২৫ মে ব্রিটেনের "টাইমস" ওয়েবসাইটে বলা হয়েছে , চীনের ১ লাখ ৩ হাজারেরও বেশি সৈন্য উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নিয়েছেন , যারা গৃহহীন , তাদেরকে সাহায্য দিয়েছেন এবং ভূমিকম্পে আহত ও নিখোঁজদেরকে উদ্ধার করেছেন ।
অন্য এক খবরে জানা গেছে , সার্বিয়া ২৭ মে সে দেশের চীনের দূতাবাসের মাধ্যমে চীনের দুর্গত এলাকায় ২ লাখ ইউরো মূল্যের তাবু দিয়েছে । এসব তাবু শিগগির দুর্গত এলাকায় পাঠানো হবে ।
তা ছাড়া , ১৯ থেকে ২৭ মে পর্যন্ত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর , বিভিন্ন দেশে বিশ্ব ব্যাংকের কার্যালয় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মীরা প্রায় ২ লাখ মার্কিন ডলার দান করেছেন । (শুয়েই ফেই ফেই)
|