২৬ মে ইরানের পরমাণু কুর্মসূচী সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহা পরিচালক আল বারাদেইর সর্বশেষ রির্পোট পেশ করার পর এই রির্পোটের প্রতি ইরান ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া একেবারে ভিন্ন।
জেনিভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি-আসঘার সোলতানিয়েহ ২৭ মে বলেছেন, বারাদের রির্পোটে প্রমাণিত হয়েছে যে ইরানের " সকল পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ"। সামরিক লক্ষ্যে ব্যবহার্য পারমানবিক পরিকল্পনা ইরানের নেই। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার পরমাণু কর্মসূচী সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা করেছে । তিনি বলেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা অব্যাহত থাকবে ।
অন্য দিকে ২৭ মে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সীন মাক্কর্মাক এক বক্তৃতায় সমালোচনা করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচী সম্পর্কে জবাব দেওয়ার ব্যাপারে ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থার অনুরোধ প্রত্যাখ্যান করেছে । তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা না করার আচরণ দুঃখজনক।
২৭ মে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বারাদেইর রির্পোট ইরানের পরমাণু কর্মসূচীর ওপর বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের কথাই প্রমাণ করেছে । ইরানের উচিত সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা যাতে তার পরমাণু পরিকল্পনার ওপর আলোচনা শুরু করা যায়।
|