২৭ মে হংকংয়ে ভারতের কনসুলার ও ভারতের বিভিন্ন সমিতির কর্মকর্তারা হংকংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি কার্যালয়ে হংকংয়ে অবস্থিত ভারতের সকল সংগঠনের পক্ষ থেকে চীনের সিচুয়ান দুর্গত এলাকায় ৭ লাখ হংকং ড লার দান করেছে।তারা বলেন, চীনের সিচুয়ান ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহত ও ক্ষতিগ্রস্ত হওয়ায় হংকংয়ে ভারতীয় সকল মানুষের হৃদয় দুঃথ ভাড়াক্রান্ত ।তারা ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমাবেদনা জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, চীন সরকার ও চীনা জনগণ অবশ্যই এ দুর্যোগ কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত একালা পুনর্গঠন করতে সক্ষম হবে।
হংকং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি লি সিন হুওয়া প্রতিনিধি কার্যালয় ও দুর্গত এলাকার জনগণের পক্ষ থেকে তাদের আন্তরিক অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তাদেরকে দুর্যোগোত্তর পুর্নগঠন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।
হংকংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি কার্যালয় জানিয়েছে , সাম্প্রতিক দিনগুলোতে হংকংয়ে থাইল্যান্ড ও শ্রীংকা সহ বেশ কয়েকটি দেশের কনসুলার দপ্তর ত্রাণ হিসেবে অর্থ প্রদান করেছে।
|