তিব্বত চলচ্চিত্র কোম্পানির তিব্বতী ভাষার ডাবিং ও সাবটাইটেল বিভাগের প্রচেষ্টায় তিব্বতের তিব্বতী ভাষার চলচ্চিত্র ধাপে ধাপে সম্প্রসারিত হচ্ছে।
চলচ্চিত্র জনসাধারণের অবসর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা চলচ্চিত্র থেকে দেশ ও বিদেশের ইতিহাস এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের জ্ঞান জানতে ও বুঝতে পারে।
৯০ দশক থেকে প্রতি বছর তিব্বত চলচ্চিত্র কোম্পানির তিব্বতী ভাষা বিভাগ ২৫টি কাহিনী চলচ্চিত্র এবং ১৫টি বিজ্ঞান ও শিক্ষাবিষয়ক চলচ্চিত্র তৈরি করে আসছে। ২০০৩ সাল থেকে কোম্পানিটি তিব্বতী ভাষার চলচ্চিত্রে অন্য ভাষায় ডাবিং ও সাবটাইটেল তৈরিতে বিনিয়োগ বাড়িয়েছে। বর্তমানে প্রতি বছর এই বিভাগ ৩০টি কাহিনী চলচ্চিত্র এবং ১৫টি বিজ্ঞান ও শিক্ষাবিষয়ক চলচ্চিত্র তৈরি করছে।(লিলু)
|