২৭ মে বেলা ১১টা ২ মিনিটে চীনের নতুন প্রজন্মের আবহাওয়া উপগ্রহ ফাংইউয়ুন তিন নম্বর উপগ্রহ ০১ থাই ইউয়ান উত্ক্ষেপন কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে উত্ক্ষেপিত হয়েছে। উপগ্রহটি বর্তমানে কক্ষপথে পরিভ্রমনরত আবহাওয়া উপগ্রহ ফাংইউয়ুন দুই নম্বর উপগ্রহ সি এবং ডি-এর সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের জন্য আবহাওয়ার তথ্য যোগাল দেবে।
জানা গেছে, ফাং ইউয়ুন তিন নম্বর আবহাওয়া উপগ্রহ হচ্ছে চীনের দ্বিতীয় প্রজন্মের মেরু কক্ষপথ পরিভ্রমণ আবহাওয়া উপগ্রহ। প্রতি ১০২ মিনিটে এ উপগ্রহটি পৃথিবীর দক্ষিণ ও উত্তর মেরু দিয়ে একবার ঘুরে আসবে। উপগ্রহটি পরবর্তী ১০ থেকে ১৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে।
চীনের জাতীয় উপগ্রহ আবহাওয়া কেন্দ্রের মহাপরিচালক ইয়াং জুন জানান, ফাংইউয়ুন তিন নম্বর উপগ্রহ আন্তর্জাতিক মানে পৌঁছেছে। ভবিষ্যতে বহু আন্তর্জাতিক ব্যবহারকারী পরোক্ষভাবে চীনের ফাংইউয়ুন আবহাওয়া উপগ্রহের আরো নিখুঁত উপাত্ত পেতে পারবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|