২৭ মে বিকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় জানিয়েছে, ২৭ মে দুপুর ১২টা পর্যন্ত ওয়েনছুয়ান ভূমিকম্পে ৬৭ হাজার ১৮৩ জন নিহত ও ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়া ২০ হাজার ৭৯০ জন এখনো নিখোঁজ রয়েছে। ১ কোটি ৫০ লাখ মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। ভূমিকম্পে মোট ৪ কোটি ৫৬ লাখ মানুষ দুর্গত হয়ে পড়েছে।
২৭ মে দুপুর ১২টা পর্যন্ত ভূমিকম্পে আহত প্রায় ৮৫ হাজার মানুষ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। এর মধ্যে ৫৪ হাজার মানুষ হাসপাতাল ত্যাগ করেছেন। ছোংছিংসহ ১৮টি প্রদেশ মোট ৬৩৬৩ জন আহতকে চিকিত্সার জন্য গ্রহণ করেছে।
২৭ মে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন স্তরের সরকার ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজের জন্য মোট ১৯.২ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে।
২৭ মে দুপুর ১২টা পর্যন্ত চীন দেশি-বিদেশি বিভিন্ন মহলের সাহায্য পেয়েছে ৩২.৭ বিলিয়ন ইউয়ানের। (ইয়ু কুয়াং ইউয়ে)
|