চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৭ মে পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ছ'পক্ষীয় বৈঠকে চীনের প্রতিনিধি দলের নেতা, উপ-পররাষ্ট্র মন্ত্রী উ দা ওয়েই পেইচিংয়ে পৃথক পৃথকভাবে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান এই চার পক্ষের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারা কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
ছিন কাং বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। চীন মনে করে, এটা ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে। চীন আশা করে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া এই সুষ্ঠু ধারা বজায় রাখবে।
ছিন কাং বলেন, চীন আশা করে, ছ'পক্ষীয় বৈঠকে ধারাবাহিক অগ্রগতি অর্জিত হবে। এটা ছ'পক্ষের অভিন্ন প্রত্যাশা। বিভিন্ন পক্ষের এর জন্য চেষ্টা চালানো উচিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|