চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর তহবিল গবেষণালয়ের গবেষক ই সিয়েনরোং এক সাক্ষাত্কারে বলেন, চীনের অর্থনীতির ওপর ভয়াবহ সিছুয়ান ওয়েনছুয়ান ভূমিকম্পের নেতিবাচক প্রভাবআংশিক এবং অস্থায়ী । এটা চীনের সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলবে না ।
ই সিয়েনরোং বলেন , ভূমিকম্প দুর্গত এলাকা চীনের অনুন্নত দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ী এলাকায় অবস্থিত । ভূমিকম্পে অর্থনীতির বিরাট ক্ষয়ক্ষতি হলেও চীনের অর্থনীতির বিশাল মোট পরিমানের তুলনায় খুবই নগন্য। ফলে এটা অর্থনীতির ভিত্তি নড়িয়ে দিতে পারবে না । দুর্যোগের পরের পুনর্গঠনে কেন্দ্রীয় সরকার যে মোটা অংকের অর্থবিনিয়োগ করবে তা জিডিপি বাড়িয়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হতে পারে । --চুং শাওলি
|