v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-27 19:23:24    
চীনের গোটা অর্থনীতির ওপর সিছুয়ান ভূমিকম্প প্রভাব ফেলবে না--ই সিয়েনরোং

cri

    চীনের ভয়াবহ সিছুয়ান ভূমিকম্পে গুরুতর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে । সম্প্রতি সি আর আইকে দেয়া এক সাক্ষাত্কারে সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ বলেছেন , চীনের অর্থনীতির ওপর ভূমিকম্প যে নেতিবাচক প্রভাব ফেলবে তা আংশিক ও অস্থায়ী। এটা চীনের সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলবে না ।

   ১২ মের ওয়েনছুয়ান ভূমিকম্প ১৯৪৯ সালের পর ব্যাপক ও ভয়াবহতম ভূমিকম্প । সিছুয়ান প্রদেশ ছাড়াও পশ্চিম চীনের সেনসি, কানসু, ছুনছিং, ইউয়ুনান ও কুইচৌ প্রদেশ ও কেন্দ্রশাসিত মহা নগর এই ভূমিকম্পে কেঁপে ওঠে । এ পর্যন্ত ভূমিকম্পে ৬০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন । এ ছাড়া সিছুয়ানের বিদ্যুত উত্পাদন , টেলিযোগাযোগ, সড়কপথ সহ বেশ কয়েকটি বুনিয়াদী ব্যবস্থার গুরুতর ক্ষতি হয়েছে । ১৪ হাজার শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি অর্থনৈতিক ক্ষতি ৬৭ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে । পাশাপাশি দুর্গত এলাকার কয়েক ডজন হাজার হেক্টর জমির কৃষি ফসল নষ্ট হয়েছে ।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর তহবিল গবেষণালয়ের গবেষক ই সিয়েনরোং বলেছেন , একদিকে সিছুয়ান প্রদেশ চীনের অনুন্নত পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং চীনের তৈরী শিল্পের কেন্দ্রস্থলে নয় । অন্যদিকে এবারের ভূমিকম্প প্রধানত সিছুয়ান প্রদেশের যে পাহাড়ী এলাকার ওপর প্রভাব ফেলেছে সে সব এলাকার লোকসংখ্যা কম এবং অর্থনীতি অপেক্ষাকৃত পশ্চাদপদ । তাই ভূমিকম্প গোটা চীনের অর্থনীতির ওপর বেশি প্রভাব ফেলবে না ।

    তিনি বলেন , যদিও এবারের ভূমিকম্প স্থানীয় অর্থনীতির ওপর মারাত্মক আঘাত হেনেছে তবে গোটা দেশের প্রেক্ষাপটেবলতে গেলে এর প্রভাব বেশি পড়বে না । এবারের ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে গোটা জিডিপিতে তার অনুপাত বেশি হবে না । সুতরাং ভূমিকম্প অর্থনীতির ওপর বিরাট প্রভাব ফেলবে না ।

    ভূমিকম্প চীনের মুদ্রাস্ফীতির ওপর চাপ বাড়াতে পারে --এ ধরনের আশংকা সম্পর্কে মিঃ ই সিয়েনরোং মনে করেন , চীনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকম্প স্বল্পস্থায়ী ও আংশিক প্রভাব ফেলতে পারে তবে এই প্রভাব বেশি হবে না ।

    জানা গেছে , গোটা চীন দেশে সিছুয়ান প্রদেশের দস্তা খনি, সীসা খনি এবং এলুমিনিয়াম খনির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে । ভূমিকম্পে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়নি । শুধু শিল্পপ্রতিষ্ঠানের ওয়ার্কশপ , বিদ্যুত উত্পাদন ও পরিবহনের বুনিয়াদী ব্যবস্থার ক্ষতি হয়েছে ।

    এছাড়া চীনের কৃষি দ্রব্য সরবরাহে সিছুয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ । গোটা দেশের খাদ্যশস্যের মোটউত্পাদনে সি ছুয়ান প্রদেশের অনুপাত ৬ শতাংশের বেশি , তেল উত্পাদন সিছুয়ানের অনুপাত ৮ শতাংশ । এবারের ভূমিকম্পে পাহাড়ী এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । চীনের কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়েই ছাওআন বলেন , ভূমিকম্প চীনের কৃষিপণ্য বাজারের সরবরাহ ও দামের ওপর বেশি প্রভাব বিস্তার করবে না । তিনি বলেন , দুর্গত এলাকার কৃষি উত্পাদনের গুরুতর ক্ষতি হয়েছে বটে , তবে এ বছর সারা চীনের কৃষি উত্পাদন পরিস্থিতি ভাল । ভূমিকম্প গোটা দেশের কৃষি উত্পাদনের উন্নয়নে মৌলিক প্রভাব ফেলবে না । খাদ্যশস্য , গবাদিপশুসহ প্রধানপ্রধান কৃষি দ্রব্যের সরবরাহ নিশ্চিত রয়েছে । কৃষি দ্রব্যেরমূল্য স্থিতিশীল রয়েছে । এ ক্ষেত্রে আমরা আস্থাশীল ।

    ভূমিকম্পের পরের পুনর্গঠন এবং উত্পাদনে চীনের কেন্দ্রীয় সরকার ৭০ বিলিয়ন রেনমিনপি ব্যয় করবে । মিঃ ই সিয়েনরোং বলেন , কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমানের অর্থবিনিয়োগে সড়কপথ , গণ ব্যবস্থার নির্মান এবং আবাসন সহ নানা ক্ষেত্রের অবস্থা অল্প সময়ের মধ্যে ভূমিকম্পের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে । সরকারের অর্থবিনিয়োগ এ বছরের জিডিপির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাবফেলবে না বরং জিডিপি বাড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপাদান হতে পারবে । --চুং শাওলি