চীনের প্রেসিডেন্ট হু চিন থাও-এর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক ২৭ মে বিকালে পেইচিং থেকে চীনে তার চারদিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।
লি মিউং বাক এ বছর ফেব্রুয়ারী মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হওয়ার পর এটি চীনে তার প্রথম সফর। সফরকালে তিনি হু চিন থাওয়ের সঙ্গে বৈঠক করবেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এবং রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিনও পৃথক পৃথকভাবে লি মিং বাকের সঙ্গে সাক্ষাত্ করবেন।
এ ছাড়া তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং জাতীয় স্টেডিয়াম " বার্ড নেস্ট" পরিদর্শন করবেন। পেইচিংয়ে সফর শেষ করে তিনি চীনের পূর্বাঞ্চলের শান তুং প্রদেশের ছিং তাওয়ে যাবেন। ছিং তাওয়ে তিনি "হেয়ার" গোষ্ঠী ও দক্ষিণ কোরিয়ার কিছু শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।--ওয়াং হাইমান
|