v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-26 18:39:54    
চীনের ক্রীড়াবিদরা দুর্গত এলাকার জন্য কয়েক লাখ রেন মিন পি দান করেছেন

cri
    পেইচিং সময় ১২ মে বেলা ২টা ২৮মিনিটে চীনের পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ওয়েনছুয়ান জেলায় রিকটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর দুগর্ত এলাকার জনসাধারণকে সাহায্য দেয়ার জন্য চীনের ক্রীড়াবিদরা নগদ টাকা অনুদান হিসেবে দিয়েছেন । ১৪ মে পেইচিং অলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ৫০০ চীনা ক্রীড়াবিদ ও কোর্চ চীনের রাষ্ট্রীয় ক্রীড়া সাধারণ প্রশাসন আয়োজিত সাহায্য সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তারা দুগর্ত এলাকার জন্য কয়েক লাখ রেন মিন পি দান করেছেন। সাহায্য সংগ্রহ অনুষ্ঠানে চীনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান লিও পাং বললেন,

    এই আকস্মিক ভয়াবহ ভূমিকম্পে দুগর্ত এলাকার জনসাধারণের জানমালের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে । এই ভয়াবহ ভূমিকম্পের পর চীনের রাষ্ট্রীয় ক্রীড়া সাধারণ প্রশাসন অবিলম্বে বাস্তব প্রতিক্রিয়া নিয়েছে। আমরা দুগর্ত এলাকার জনসাধারণের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি । আমরা দুগর্ত এলাকার জনসাধারণের সঙ্গে হাতে হাত মিলিয়ে ত্রাণ কাজ শেষ পযর্ন্ত চালিয়ে যাবো ।

     যুক্তরাষ্ট্রে কিচিত্সাধীন এন বি এর তারকা চীনের বাস্কেট বল খেলোয়ার ইয়ামিন দুগর্ত এলাকার জন্য নগদ ২০ লাখ রেন মিন পির দান করেছেন । এর পাশাপাশি তিনি চীনের ক্রীড়া মহলের সঙ্গে চীনের বিভিন্ন অঙ্গণকে সিচুয়ান দুগর্ত এলাকার সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

     অলিম্পিক গেমসের চ্যাম্পীয়ন, চীনের বিখ্যাত ১১০ মিটার হাডলস ইভেন্টের ক্রীড়াবিদ লিও শিয়ান ও তার কোর্চ সেন হাই ইন দুগর্ত এলাকায় ৩৫ লাখ রেন মিন পি নগদ দান করেছেন। লিও শিয়ান বললেন,

      এই আকস্মিক দুযোর্গে সারা দেশের জনগণ ও সকল চীনা ক্রীড়াবিদের হৃদয় দুংখ ভাড়াক্রান্ত । ক্রীড়াবিদ হিসেবে এই মুহুর্তে কোন দ্বিধা না করে দুগর্ত এলাকার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া আমাদের দায়িত্ব। ত্রাণ কাজে অবদান রাখার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাতে চাই।

     ওয়েনচুয়ান ভূমিকম্পের পর অথার্ত ১২ থেকে ১৮ মে পযর্ন্ত চীনের ফুচিয়ান, চিয়াংসি ও জেচিয়ান প্রদেশে অলিম্পিক মশালের হস্তান্তর অব্যাহত রয়েছে। ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করা, দুগর্ত এলাকার জনসাধারণের জন্য সাহায্য সংগ্রহ অভিযান গত কয়েক দিন ধরে অলিম্পিক মশাল হস্তান্তরের প্রক্রিয়ার প্রধান বিষয় ছিল । ১৩ মে থেকে প্রত্যেক ধাপে মশাল হস্তান্তের আগে সকল মশালবাহক শোক প্রকাশের জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ মশাল হস্তান্তর শুরু কেন্দ্র ও টামির্নালে সাহায্য সংগ্রহের বাক্স স্থাপন করেছে । চিয়াংসি প্রদেশের রাজধানী নানছাংয়ে মশাল হস্তান্তর শেষ হওয়ার পর বিরাটাকারের একটি সাহায্য সংগ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের কমিউনিষ্ট পাটির নানছাং শাখা কমিটির সম্পাদক ইয়ু ছিন রং চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বললেন,

     যখন নানছাংয়ের জনগণ ওয়েনছুয়ান ভূমিকম্পের খবর শুনলেন তখন তারা দুগর্ত এলাকার জন্য সাহায্য করতে শুরু করেন। এখন পযর্ন্ত মোট ৪ কোটি ৮০ লাখ রেন মিন পি নগদ অর্থ সাহায্য করেছে । মশাল হস্তান্তরের প্রক্রিয়ায় স্থানীয় জনগণ স্বেচ্ছাক্রমে দুগর্ত এলাকার জন্য সাহায্য দিয়েছেন।

     উল্লেখ্য ১২ মে চীনের সিচুয়ান প্রদেশের ওয়েনচুয়ান ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়। ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমোদনে ১৯ থেকে ২১ মে পযর্ন্ত পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর তিন দিনের জন্য স্থগিত রাখা হয় ।

     ১২ মে চীনের সিচুয়ান প্রদেশের ওয়েনচুয়ান জেলায় রিকটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের পর যদিও পেইচিং অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়ে ছিল তবুও পেইচিং অলিম্পিক গেমসের ভ্যেনুগুলোতে কোন ক্ষতিগ্রস্ত হয়নি।